সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্যোক্তারা
চালু হওয়ার সাত মাসের মধ্যেই নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্যোক্তারা। তাদেও অভিযোগ, ঘোষিত সুবিধা না পাওয়া ও প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানির অব্যবস্থাপনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তবে সংশ্লিষ্টরা বলছেন, উদ্যোক্তাদের জন্য ভর্তুকি দিয়েই চলছে প্রতিষ্ঠানটি, ভালো না করার বিষয়টি একান্তই তাদের ব্যাপার।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ১০ ডিসেম্বর যশোরে উদ্বোধন করেন দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক। যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় ১২ দশমিক ১৩ একর জমির ওপর ৩০৫ কোটি টাকা ব্যয়ে এ পার্কে চলতি বছরের শুরুতেই কাজ শুরু করেন উদ্যোক্তারা। সরকার শুরুতেই পার্কটি পরিচালনার জন্য টেকসিটি নামে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেয়। উদ্যোক্তারা বলছেন, কোম্পানির অব্যবস্থাপনার কারণে শুরু থেকেই নানাবিধ সমস্যায় জর্জরিত তারা। সেই সাথে সরকার ঘোষিত সুবিধাদি না পেয়ে আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন তারা।
বিশেষায়িত এ পার্কটিতে প্রাণ সঞ্চার করতে দক্ষ জনবল পাচ্ছেন না উদ্যোক্তারা। যে কারণে আগ্রহ হারাচ্ছেন পুরাতন ও নতুন উদ্যোক্তারাও।
হাইটেক পার্ক কর্তৃপক্ষের কাছে সকল সমস্যার সমাধান দাবি করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তাদের সংগঠন বিজনেস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিদুল ইসলাম।
তিনি বলেন, সমস্যাগুলো সমাধানের জন্য আমরা এরই মধ্যে হাইটেকের সঙ্গে বসেছি। তারা আমাদের কাছ থেকে লিখিত চেয়েছেন। আমরা সেগুলো দেয়ার ব্যবস্থা করছি।
অবশ্য টেকসিটি বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল্লাহ মুহিত জানিয়েছেন, ভর্তুকি দিয়েই চলছে প্রতিষ্ঠানটি, তবে ভালো না করার বিষয়টি উদ্যোক্তাদের ব্যাপার।এক লাখ ৮০ হাজার স্কয়ার ফুট যায়গার এ পার্কে বর্তমানে ১৯টি কোম্পানি কাজ করছে, ১৪টি চুক্তিবদ্ধ হয়েছে এবং ১৭টি প্রতিষ্ঠান প্রস্তাব পর্যায়ে রয়েছে।