বাংলাদেশ ব্যাংকের সোনা লুট’ ‘সরকারের গাফিলতিতে
বর্তমান সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার (১৭ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময় তিনি অভিযোগ করেন, সরকারের গাফিলতিতেই বাংলাদেশ ব্যাংকের সোনা লুটপাটের ঘটনা ঘটেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এটা নতুন কিছু নয়। এটার প্রমাণ গত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৪ সালের ৫ জানুয়ারি তথা কথিত নির্বাচন। এর চেয়ে বড় প্রমাণ দেবার দরকার নেই। সেদিন দেশে কোনো নির্বাচন হয়নি।’
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সুতরাং শেখ হাসিনার অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, আর হবে না। এজন্যই আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন হয়। যে নির্বাচনে জনগণ তার নিজের ভোট দিয়ে তাদের পছন্দের সরকার বাছাই করতে পারে।’