গাংনীতে মৎস আড়ৎ উদ্বোধন কালে এমপি মকবুল হোসেন মাছ চাষ করে অনেক পরিবার আজ স্বাবলস্বী
এম এ লিংকন,মেহেরপুর 4TV
আমাদের এলাকায় আগেও মাছ চাষ হয়েছে এখনও হয় তবে আগে মাছ চাষে মৎস চাষীরা এত সচেতন ছিলনা। খুব অল্প সংখ্যক মৎস চাষী ছিলো তারা মাছ চাষ করে জীবিকা নির্বাহ করত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের সকল ক্ষেত্রে যেমন উন্নত হয়েছে তেমন মৎস চাষীদের জীবন মান উন্নয়নে ব্যাপক কর্মকান্ড হাতে নিয়েছেন যার কারণে সারাদেশে মাছ চাষ করে অনেক পরিবার আজ স্বাবলম্বী হয়েছে। মছ চাষে উৎসাহিত করতে শেখ হাসিনার সরকার চাষীদের জন্য ব্যাপক সুযোগ সুবিধা দিয়ে আসছেন। বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলায় গাংনী-হাটবোয়ালিয়া সড়কে কাঁচাবাজার সংলগ্ন মৎস আড়ৎ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন। পৌর সভার ভার-প্রাপ্ত মেয়র নবিরুদ্দিনের সভাপতিত্বে এমপি মকবুল হোসেন আরো বলেন গাংনী মৎস চাষীদের দীর্ঘ দিনের দাবি এখানে একটি মৎস আড়ৎ গড়ে উঠুক। সেই দাবি আজ পূরণ হয়েছে। এখন থেকে আর আমার এলাকার মৎস চাষী বা ব্যাবসায়ীদের কষ্ট করে দুরে গিয়ে মাছ বিক্রয় করতে হবেনা। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণুপদ পাল, থানার ভার-প্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। এ সময় রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, কাউন্সিলর বদরুল আলম বুদু, আ’লীগ নেতা শহিদুল শাহ, জাতী পার্টি ( জেপি) নেতা আব্দুল হালিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, এমপি মকবুল হোসেন এর একান্ত সহকারি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু সহ মৎস আড়ৎ এর মালিক,মৎস চাষী, গন্যমান্য ব্যাক্তি বর্গ ও আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মীরা উপস্থিৎ ছিলেন। পরে ফিতা কেটে মৎস আড়তের শুভ উদ্বোধন ঘোষনা করেন এমপি মকবুল হোসেন।