সরকারই মাহমুদুর রহমানের ওপর হামলার ব্যবস্থা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
কুষ্টিয়ায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদ জানাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে ফোনালাপের বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। এ বিষয়ে পরে কথা বলবেন বলেও জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘সরকারের দায়িত্ব ছিল পুলিশি হেফাজতে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া। ক্ষোভের সঙ্গে আমরা লক্ষ্য করেছি, তারা এই ব্যববস্থাটা করেননি। উপরন্তু মাহমুদুর রহমানের আক্রমণটা যেন হয়, সেই ব্যবস্থাটা করেছে।’
ফখরুল আরও অভিযোগ করেন, ‘মাহমুদুর রহমান হামলার আশঙ্কা বুঝতে পারার পর তিনি আদালতের কাছে নিরাপত্তা চাইলে আদালত থানার ওসিকে ডাকেন। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও পুলিশ মাহমুদুর রহমানকে নিরাপত্তা দিতে এগিয়ে আসেনি। এমনকি উচ্চ পর্যায়ের সহযোগিতা চাওয়ার পরও তাকে সহযোগিতা করা হয়নি।’
তিনি বলেন, ‘কোর্টের যিনি ওসি থাকেন, তিনি মাহমুদুর রহমানকে বলেন আপনারা বাইরে আসেন, বের হন। তাকে জোর করে বের করে সন্ত্রাসীদের হাতে তুলে দেয়া হয়েছে।’