LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ সোমবার| ০৪ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

আল্লাহ পাক আমার রিজিক ব্যবসায় রেখেছিল তাই ব্যবসা করছি:- জোবায়ের রহমান

ডেক্স নিউজ :---- বিশিষ্ট ব্যবসায়ী কার সিটির স্বত্বাধিকারী ও বাংলাদেশ রি-কন্ডিশন ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার'স অ্যাসোসিয়েশন( বারভিডা) এর কালচারাল সেক্রেটারি জোবায়ের রহমান একজন সফল ব্যবসায়ী। সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, হয়তো আল্লাহ রিজিক  রেখেছিল তাই ব্যবসা শুরু করা। বাংলাদেশ থেকে এসএসসি ও এইচএসসি পাস করে স্কলারশিপ নিয়ে ইউরোপে পড়তে যাই। সেখান থেকে পড়াশোনা শেষ করে পিএইচডি করার জন্য আমেরিকা যাবার কথা ছিল।  হাতে বেশ কয়েক মাস সময় থাকতে বাংলাদেশে ঘুরতে আসি। ফ্যামিলি চাচ্ছিল না আর বিদেশে পড়াশোনা  করতে যাই।  তাই এক আত্মীয়র মাধ্যমে জাপান থেকে গাড়ি আমদানি শুরু করি। শুরুটা অল্প করে তার সাথে শেয়ারে করেছিলাম। এখান থেকে কিছু শিক্ষা নিয়ে, কিছু টাকা লোকশান করে আল্লাহর রহমতে সাহস করে একাই শোরুম প্লাস ইমপোর্ট শুরু করলাম। আল্লাহর রহমতে তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একা একা যাত্রা শুরু ২০১৫ সালে। কিন্তু ইউরোপ থেকে বাংলাদেশে ফিরে আসি ২০১৩ সালে। মূলত শেয়ারে আমদানি শুরু করি ২০১৪ সাল থেকে। এভাবে আস্তে আস্তে আমার গাড়ির ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়া। প্রশ্ন: কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলেন?  উত্তর :  সত্যি বলতে খুব একটা বেশি টাকা নিয়ে শুরু করতে পারেনি। ১২ লক্ষ টাকা নিয়ে যাত্রা শুরু করেছিলাম। প্রশ্ন: লেখাপড়া বিদেশে করলেন সেখানে ব্যবসা না করে, বাংলাদেশে এসে ব্যবসা শুরু করলেন এই ব্যবসার চিন্তা কখন এলো?  উত্তর : কোন প্ল্যানিং ছিল না। আমি নিজেও বুঝতে পারিনি বা এই বিজনেসের জন্য প্রস্তুত ছিলাম না। সত্যি বলতে কি ফ্যামিলিও চাইনি আর আমার নিজেরও ভালো লাগছিল না বিদেশে গিয়ে সেটেল হই। নিজের দেশে যে শান্তি এইটা হারাতে চাচ্ছিলাম না। বাবা মা ছাড়াও ফ্যামিলির অন্যান্য সবাই কে নিয়ে একসাথে নিজের দেশে থাকার আনন্দটা বা অনুভূতিটাই অন্যরকম। প্রশ্ন: গাড়ি আমদানি কারক ব্যবসায়ীদের জন্য আপনারা কি উদ্যোগ নিতে চান?  উত্তর: যদিও আমি গাড়ির ব্যবসা সাথে প্রায় ১০ বছর ধরে জড়িত । তারপরেও সকল ব্যবসায়ী মিলে আমাকে এই সংগঠনের ঈমানী দায়িত্ব দিয়েছেন আমি সর্বোচ্চ চেষ্টা করছি তাদের পাশে থেকে এবং আমাদের এই সংগঠনের সমস্ত টিম মেম্বারদেরকে নিয়ে আন্তরিকতার সাথে সবসময় তাদের পাশে থাকছি। আমাদের এই সংগঠন বারভিডার মাননীয় প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জেনারেল নিরলস কাজ করে যাচ্ছেন। আমাদের ২৫ জনের টিম সর্বত্র একসাথে কাজ করছে এবং ইতিপূর্বে বেশ কয়েকটি কাস্টমস এবং বন্দরে সমস্যা খুব সুন্দরভাবে সমাধান করতে সক্ষম হয়েছে আমাদের এই কমিটি। আগামী দিনে আমাদের ব্যবসায়ীদের নিয়ে আমাদের বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে। যাতে করে সবাই স্বাচ্ছন্দের সাথে ব্যবসা পরিচালনা করতে পারে। এবং যারা আমাদের মধ্যে পুরাতন ব্যবসায়ী অথবা যারা এখন আর পৃথিবীতে নেই  তাদের জন্য বেশ কয়েকটি প্রজেক্ট আমাদের আছে। কিছু চলমান এবং কিছু প্রক্রিয়াধীন রয়েছে। আমরা নিরলস ভাবে ব্যবসায়ীদের ব্যবসা বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছে। প্রশ্ন: এই অর্থ বছরের বাজেট কেমন হয়েছে?  উত্তর : এবারের অর্থবছরের বাজেট নিয়ে যদি বলতে হয় তাহলে এক কথায় সুন্দর একটা বাজেট উপহার দিয়েছেন। আমার মতে ব্যবসা বান্ধব একটি বাজেট হয়েছে। আশা করছি আমাদের ব্যবসায়ীরা আগামীদিনে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে।

পাঞ্জর আলী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বি এ রায়হান, গাজীপুরঃ -- গাজীপুরের গাছা এলাকায় মরহুম আলহাজ্ব পাঞ্জর আলী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে গাছা থানাধীন ধীরাশ্রম এলাকায় এই খেলা অনুষ্ঠিত হয়। ৩২নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাছা থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন মহি, সাধারন সম্পাদক আহসান হাবীব আদম আলী, গাজীপুর মহানগর আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি আসাদুল কবির, গাছা থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম খলিল, ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, আলহাজ্ব পাঞ্জর আলী স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা ও ৩২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী মাসুদ রানা। আলহাজ্ব পাঞ্জর আলী স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে আশরাফুল এন্টারপ্রাইজ ও রানার্স আপ হয়েছে গাজীপুর জেলা তরুন সংঘ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফাইনাল খেলা পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী প্রদীপ চন্দ্র দাস( রিপন মাষ্টার)।

নকলায় ক্যাটল ফিড সেমিনার অনুষ্ঠিত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি

শেরপুরের ২০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই ( তথ্য,প্রযুক্তি ও বিনোদন ) ভিওিক পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)

আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে অাপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি - আমাদের নিকট সংবাদ পাঠাতে মেল করতে পারেন Email - channel4bd.news@gmail.com - আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ । Office Address : হিরন টাওয়ার ২০/১ বি - সাতাইশ ঈদগা রোড সাতাইশ টংঙগী গাজীপুর ১৭১২ , PH - 01911073607 - 01715467283

ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ ও পিসিআর ল্যাবের দাবিতে মানববন্ধন

জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ

শৈলকুপায় ৪০ ইঞ্চি বর ও ৪২ ইঞ্চি কনের বিয়ে

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন।

বি এ রায়হান,গাজীপুর:
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব - ১৭) ২০২১ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার ২৯ মার্চ বিকেলে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্টেডিয়ামে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে দুই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ন সচিব এ,কে,এম মাসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আক্তার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দিন, ওয়ার্ড কাউন্সিল গিয়াস উদ্দিন সরকার, মোঃ আবুল হোসেন,আওয়ামীলীগ নেতা কাজী সেলিম,যুবলীগ নেতা আমান উদ্দিন সরকার সহ বিভিন্ন সংগটনের নেতাকর্মী ও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

গাংনীর আমতৈল গ্রামের মৃৎশিল্পীদের জীবন-যাপন

এম এ লিংকন জেলা প্রতিনিধি মেহেরপুর

পুবাইলে জাবিদ আহসান সোহেল স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা নক আউট পর্ব অনুষ্ঠিত।

বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরের পুবাইল হায়দ্রাবাদ এলাকায় সুলতান মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে জাবিদ আহসান সোহেল স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা নক আউট পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর ৩৯ নং ওয়ার্ড হায়দ্রাবাদ করিম মার্কেট এলাকায় এই খেলা অনুষ্ঠিত হয়।

সুলতান মাষ্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পুবাইল থানা সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রকিবুল হাসনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ কালিমুল্লাহ ইকবাল, পুবাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ, পুবাইল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ মোস্তফা কামাল,
আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদিন মাষ্টার, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান প্রমূখ।

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ভাই ভাই স্পোর্টিং ক্লাব বনাম কিংস্টার হারবাইদ ক্লাব।

শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বি এ রায়হান,গাজীপুর:
গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি ফুটবল এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি ২০২১) বিকালে গাছার বঙ্গবন্ধু কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা তরুণ সংঘের উদ্যোগে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন টঙ্গী থানা ফুটবল একাদশ বনাম বাসন থানা ফুটবল একাদশ।

বাসন থানা ফুটবল একাদশ  ৪-৩ গোলে  টঙ্গী থানা ফুটবল একাদশকে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

খেলার প্রধান আকর্ষণ ছিল দু’দলে ৯ জন বিদেশী খেলোয়ার। খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে দেশের জাতীয় ও বিদেশী খেলোয়াররা।

তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন লাখো দর্শক। শুক্রবার ছুটির দিন থাকায় লাখো দর্শকদের পদভারে মুখরিত হয় খেলার মাঠ।

চ্যাম্পিয়ন বাসন থানা ফুটবল একাদশকে ১টি হিরো মটর সাইকেল ও রানার আপ দল টঙ্গী থানা ফুটবল একাদশকে ১টি রেফ্রিজারেটর পুরস্কৃত করা হয়।

গাজীপুর জেলা তরুণ সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মামুন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জিএমপির সহকারি পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ, গাছা থানার ওসি ইসমাইল হোসেন প্রমুখ।


উক্ত ফাইনাল খেলাটি উদ্বোধন করেন কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, নুরুল ইসলাম নুরু, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ কায়সার হামিদ ও শেখ মো. আসলাম।

আলোচনা শেষে বিজয়ী দল বাসন থানা ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

উল্লেখ্য যে, গাজীপুর জেলা তরুণ সংঘের  সভাপতি, গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির বন ও পরিবেশ বিষয় সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডলের উদ্যোগে টুর্নামেন্টটি পরিচালিত হয়।

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সম্পন্ন

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি

গাংনীতে ডিবি পুলিশ মাদক ও টাকাসহ ২ জন আটক করে

এম এ লিংকন মেহেরপুর জেলা প্রতিনিধি

বীরগঞ্জে সরকারি রাস্তার গাছ চোরাইভাবে কর্তন ও আটক

রনজিৎসরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি ঃ

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন পারিবারিক দণ্ডে

নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধি

মা-ছেলে বাঁচালেন কয়েকশ’ ট্রেন যাত্রীর প্রাণ

লাল গেঞ্জি উড়িয়ে ট্রেন থামিয়ে কয়েকশ’ যাত্রীর প্রাণ বাঁচাল সাজিদ হোসেন (১৫) নামে এক কিশোর। একই সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল কোটি কোটি টাকার মূল্যবান সম্পদ। ট্রেনটির গন্তব্যস্থল ছিল ঢাকা। 


জানা গেছে, কিশোর সাজিদ আনোয়ার হোসেন ও সহিদা বেগমের ছেলে। সে একই উপজেলার একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণিতে পড়াশোনা করছে। ঘটনার সময় সাজিদের মা রেললাইন পার হচ্ছিলেন। এ সময় তিনি লোহার পাতের একটি অংশে ফাটল দেখতে পান। সঙ্গে সঙ্গে একটি লাঠিতে লাল গেঞ্জি বেঁধে ছেলে সাজিদকে তা উড়াতে বলেন। পরে সাজিদ লাল গেঞ্জি উড়িয়ে আন্তঃনগর দ্রুতযান ট্রেনটি থামিয়ে দেন।

এ বিষয়ে রেললাইন মেরামত কর্মচারী (কি-ম্যান) রায়হান হোসেন বলেন, সাজিদের ট্রেন থামানোর পর অফিস কর্মকর্তাদের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে রেললাইনের ফাটল জোড়া লাগানো হয়। প্রায় এক ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

জয়পুরহাট স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল হামিদ গণমাধ্যমকে বলেন, লাল গেঞ্জি উড়িয়ে সাজিদ ট্রেন থামানোর কারণে মারাত্মক একটি দুর্ঘটনার হাত থেকে এ যাত্রায় রক্ষা পাওয়া গেল। রেল বিভাগের পক্ষ থেকে কিশোর সাজিদকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।

ব্রিজ আছে রাস্তা নেই! ঝিনাইদহে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ইমামের মৃত্য।

শেখ এনামুল হোসেন কাতার প্রতিনিধি

ঝিনাইদহের পথে ঘাটে উড়ছে লাল সবুজের পতাকা

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ

বেনাপোল পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

শহিদুল ইসলাম,বেনাপোল(যশোর) প্রতিনিধি।

কমলগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের মানবেতর জীবন যাপন

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার প্রতিনিধি

নকলায় আর এ ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক উদ্ধোধন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি

লাকসামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

যৌথ আয়োজনে শুরু হল বিসিক ও প্রিজম প্রকল্পের দুটি প্রশিক্ষণ কোর্স

কৃতজ্ঞতায় সেঁজুতি রহমান কমিউনিকেশন এক্সপার্ট

বেনাপোলে ১৩ পিস স্বর্ণের বারসহ এক মহিলা পাচারকারী আটক

শহিদুল ইসলাম,বেনাপোল(যশোর) প্রতিনিধি।

বেনাপোল সীমান্তে এয়ারগান উদ্ধা

শহিদুল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি

বীরগঞ্জে এক কেজি গাঁজা ও মোটরসাইকেল সহ আটক ৪

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর)

বেনাপোলে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ ৩ পাচারকারী আটক

শহিদুল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি

শার্শায় পৃথক অভিযানে ফেনসিডিলসহ আটক-১

শহিদুল ইসলাম,বেনাপোল(যশোর) প্রতিনিধি।

বিসিক কর্মকর্তাদের কম্পিউটার স্কিল প্রশিক্ষণ শুরু

কৃতজ্ঞতায় সেঁজুতি রহমান কমিউনিকেশন এক্সপার্ট

বেনাপোলে ফেনসিডিলসহ ইউপি সদস্য আটক

শহিদুল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি

শার্শায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ যুবক আটক

শহিদুল ইসলাম,বেনাপোল(যশোর) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে দুই বিজিবি সদস্য সহ ৭ জনের করোনা সনাক্ত

এম এ সালাম রুবেল-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

যুবলীগ কর্মীর লিঙ্গ ও পায়ের রগ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি

লাকসামে হাসপাতাল থেকে পালিয়েছে করোনা রোগী

আরিফুর রহমান স্বপন, লাকসাম, কুমিল্লা

লাকসামে সংঘর্ষে জড়ানো সেই দুই নেতাকে অব্যাহতি

আরিফুর রহমান স্বপন, লাকসাম, কুমিল্লা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১মাস পর বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায়

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি

কলাপাতার ঘরেই টাঙ্গাইলের মনসুর আলীর জীবন সংসার

অন্তু দাস হৃদয়, টাঙ্গাইল প্রতিনিধি

নকলায় ক্রেতাদের ৩ফুট দূরত্ব নিশ্চিতে গোলচিহ্ন

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি

বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

শেখ সাইফুল ইসলাম কবির.বাগেরহাট

শার্শার শিক্ষা প্রতিষ্ঠানে পৌছে গেছে নতুন বই

শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।

আজ যশোর মুক্ত দিবস

মীর ফারুক যশোর

ধুনটে কমিউনিটি পুলিশিং এর মতবিনিময়

কারিমুল হাসান লিখন, ধুনট

খানজাহান আলী থানা নিসচা’র মতবিনিময় সভা

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

বিশ্বকাপের ১৯তম ম্যাচে উইন্ডিজকে ৮ উইকেটে হারালো ইংল্যান্ড।

কাজটা সহজ করে রেখেছিলেন বোলাররা। উইন্ডিজের দেয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটাও হয় দারুণ। দলীয় ৯৫ রানের সময় গ্যাব্রিলের শিকার হয়ে ফেরেন ৪৫ রান করা জনি বেয়ারস্টো। এরপর ক্রিস ওকসকে সঙ্গে নিয়ে দলকে সহজ জয়ের দিকে দলকে নিয়ে যান জো রুট। গ্যাব্রিয়েলের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ওকসের ব্যাট থেকে আসে ৪০ রান। তবে জো রুট চিলেন অবিচল। সেঞ্চুরি তুলে নেয়ার পাশাপাশি দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। স্বাগতিকরা ৮ উইকেটের জয় তুলে নেয় ১৭ ওভার হাতে রেখেই।

সাউদাম্পটনে এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে ওকস-আর্চারদের সামনে ঘাম ঝরেছে টপ অর্ডারের। পেসারদের দাপটে গেইল-রাসেলদের ২১২ রানেই আটকে দেয় ইংলিশরা। ২ রানে এভিন লূইসকে বোল্ড করেন ওকস। মার্ক উডের শিকার হওয়ার আগে দারুণ ফর্মে থাকা শেই হোপ করেন মাত্র ১১ রান। একটি লাইফ পেয়েও ক্রিস গেইল করেন ৩৬। ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলার চেষ্টা করেন নিকোলাস পুরান এবং শিমরন হিটমেয়ার। পেস সামলে উঠলেও স্পিনেই কাটা পড়েন হিটমেয়ার এবং হোল্ডার। দুজনকে ফেরান জো রুট। আন্দ্রে রাসেল ঝড়ের পূর্বাভাস দিলেও তা বেশিক্ষণ থাকেনি। ২১ রানে তিনি ক্রিস ওকসের হাতে ক্যাচ দেন, মার্ক উডের বলে। এরপরপরই দারুণ খেলতে থাকা পুরানকে ৬৩ রানে তুলে নেন জোফরে আর্চার।

শেষ দিকে কাউকেই দাঁড়াতে দেননি আর্চার। পুরান আর কটরেলকে ফিরিয়ে তো হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। কিছুদূর যেতেই ব্রাথওয়েটকেও তুলে নেন আর্চার। আর শেনন গ্যাব্রিয়েলকে ০ রানে ক্রিস ওকস বোল্ড করে দিলে উইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় ২১২ রানে।

স্কোর:
উইন্ডিজ ২১২/১০ (৪৪.৪)

ক্রিস গেইল ৩৬ (৪১)
এভিন লুইস ২ (৮)
শেই হোপ ১১ (৩০)
নিকোলাস পুরান ৬৩ (৭৮)
শিমরন হিটমেয়ার ৩৯ (৪৮)
জেসন হোল্ডার ৯ (১০)
আন্দ্রে রাসেল ২১ (১৬)
কার্লস ব্রাথওয়েট ১৪ (২২)
শেলডন কটরেল ০ (১)
ওশানে থমাস ০* (১১)
শেনন গ্যাব্রিয়েল ০ (৩)

বোলার
ক্রিস ওকস ৫-২-১৬-১
জোফরে আর্চার ৯-১-৩০-৩
লিয়াম প্লাঙ্কেট ৫-০-৩০-১
মার্ক উড ৬.৪-০-১৮-৩
বেন স্টোকস ৪-০-২৫-০
আদিল রশিদ ১০-০-৬১-০
জো রুট ৫-০-২৭-২

বোলার