চট্টগ্রামে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হামলার হুমকি।
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বোয়ালখালীতে পাওনা টাকা ফেরত চাওয়ায় মোঃ আলম ববি নামে এক ব্যবসায়ীকে হত্যার হুমকী ও তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীর উপর হামলা চালিয়েছে দূর্বত্তরা। এঘটনায় ৩১ আগষ্ট বুধবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ী করেন ভুক্তভোগী ব্যবসায়ী। মামলা সূত্র জানা যায়, মেসার্স মাওয়া এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর হাজী মোঃ আলম ববি সাথে ব্যবসায়ীক সম্পর্কের সুবাদে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জামাল খান ওয়ার্ডের চট্টগ্রাম প্রেস ক্লাবের পিছনে আম্বিয়া সেরিন ভবনের সামশুল আলমের পুত্র মোহাম্মদ হাসানকে গত ২৬ জুন তারিখে ১০ লাখ টাকা ধার দেন ওই ব্যবসায়ী। একমাসের মধ্যে উক্ত টাকা ফেরত দেওয়ার কথা থাকলে টকা চাইলে বিভিন্ন টাল বাহানা করেতে থাকে হাসান। গত ২৮ আগষ্ট ববি পাওনা টাকা চাইতে গেলে তাকে টাকা দিতে অস্বীকৃতি জানিয়া অকথ্য ভাষায় গালমন্দ করেন হাসান সেই সাথে ববির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলার ভয়-ভীতি দেখান। মামলার বিষয় বাদীর এডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান কাছে জানতে চাইলে তিনি বলেন, বিজ্ঞ আদালত মামলা গ্রহন করে (পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো)পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেওয়া জন্য আদেশ দেন। অভিযুক্ত মোঃ হাসানের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
বান্দরবানে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
DESK NEWS 4TV
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারীদের’ হামলায় আহত আ.লীগ নেতা বাদল,৪৮ ঘণ্টার হরতালের ডাক।
DESK NEWS 4TV
অস্ত্র এবং মাদক ব্যবসা নিয়ে আধিপত্য, ক্যাম্পের দখলদারিত্ব নানামুখী জটিলতায় অস্থির রোহিঙ্গা শিবিরগুলো
DESK NEWS 4TV
কালুরঘাট সেতু নির্মাণ কাজের সকল বাধা দূর হয়েছে।
বি এ রায়হান
চট্টগ্রামের কালুরঘাট সেতু নির্মাণ কাজের সকল বাধা দূর হয়েছে উল্লেখ করে রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, কালুরঘাট সেতুর ডিজাইন প্রায় শেষ পর্যায়ে। দক্ষিণ কোরিয়া অর্থায়নে রাজি হয়েছে। মাঝে কিছুটা জটিলতা সৃষ্টি হলেও এখন সব ঠিক হয়ে গেছে।
বাস্তবায়নাধীন চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের কক্সবাজারের বিভিন্ন স্থানে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে প্রেসব্রিফিং এ তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পের মেয়াদ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করে ঢাকা হতে কক্সবাজার পর্যন্ত রেল চালু করতে পারব বলে আমার বিশ্বাস। রেলমন্ত্রী বলেন, দোহাজারী-কক্সবাজার পর্যন্ত যদি সুবিধা পেতে হয় তাহলে কালুরঘাট ব্রিজ এবং চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেলপথ মিটারগেজের পরিবর্তে ব্রডগেজে রূপান্তর করতে হবে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার যে ১০টি মেগা প্রকল্প রয়েছে তার মধ্যে রেলওয়ের ২টি প্রজেক্ট রয়েছে। এর একটি দোহাজারী-কক্সবাজার-ঘুমধুম পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথ নির্মাণ। করোনার কারণে প্রকল্পটির কার্যক্রম একেবারে বন্ধ হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের যতগুলো ব্রিজ-কালভার্ট আছে তার ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। মাঠের কাজ প্রায় ৬০ শতাংশ শেষ হয়েছে। সার্বিক অগ্রগতি ৪৫ শতাংশের মতো। প্রকল্পের কর্মকর্তা জানিয়েছেন, মাঠের কাজ ২০২১ সালের মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে। আমার বিশ্বাস, স্টেশন বিল্ডিং, প্লাটফরম, সিগন্যালিং সিস্টেমসহ সম্পূর্ণ কাজ এক বছরের মধ্যে শেষ হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সাল থেকে রেলকে আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছেন। আগে যার গায়ে যত বেশি জোর ছিল সে তত বেশি রেলের মালিক ছিল। আমি দায়িত্ব নেওয়ার দেড় বছরের মধ্যে রেলওয়েতে এই পেশিশক্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। যত বড় শক্তিশালী হোক, রেলওয়ের সম্পদ বেআইনিভাবে ভোগ করতে দেব না। এখন একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যদিয়ে রেল এগিয়ে যাচ্ছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের ফাস্টট্র্যাকভুক্ত প্রকল্পের একটি হচ্ছে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াতের জন্য খুবই সহজ হবে ও অধিক সংখ্যক পর্যটক কক্সবাজারে আসবে। রেললাইনটি আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কক্সবাজার-দোহাজারী রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। যেসব অংশে জটিলতা রয়েছে তাও সহসা শেষ করে ক্ষতিপূরণ হস্তান্তর সম্পন্ন করা হবে। এ জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী।
এর আগে মন্ত্রী দুদিনের সফরে গত শুক্রবার সকালে কক্সবাজার যান। বিকালে দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত মতবিনিময় সভা করেন। গতকাল রেললাইন নির্মাণ প্রকল্প কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন শেষে সন্ধ্যায় সড়কপথে চট্টগ্রাম আসেন। প্রকল্পটি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নির্মিত হচ্ছে।
এসময় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সরদার সাহাদাত আলী, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সবুক্তগীন, প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমানসহ রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামেরর রাঙ্গুনিয়ায় শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার
বি.এ. রায়হান
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় আবদুল খালেক (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার শিলক থেকে ওই ব্যক্তিকে গ্রেফতারের পর বিকালে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল খালেকের বাড়ি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায়। তিনি পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকায় একটি বাগানে কেয়ারটেকার হিসেবে চাকরি করেন।
২৫ আগস্ট বিস্কুটের লোভ দেখিয়ে ফলের বাগানে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে কাউকে না জানানোর হুমকি দেয়া হয়। ঘটনার কয়েকদিন পর ওই শিশুর শরীরে ব্যথা অনূভুত হলে তার মায়ের কাছে ব্যথার কথা বলতে গিয়ে ঘটনা জানাজানি হয়। ধর্ষণের শিকার ওই শিশুর মা রোববার রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।
শিশুটির মা জানান, তার শিশুকন্যাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার ৪ দিন পর ওই শিশুকন্যার শরীরে ব্যথার কথা বলার পর বিষয়টি জানতে পারি।
ঘটনার বিষয়ে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার বর্ণনা দিয়ে দোষ স্বীকার করেছে।
নোয়াখালীতে ৩৮ জন পুলিশ সদস্যসহ ৯০ জনের করোনা সনাক্ত, দুইটি পুলিশ ফাঁড়ি লকডাউন,
নবীন, নোয়াখালী প্রতিনিধি
নীলফামারীতে চাঞ্চল্যকর মিনা হত্যাকান্ডের রহস্য উদঘাটন,গ্রেফতার ৩ জন কারাগারে।
মহিনুল ইসলাম সুজন নীলফামারী:
নায়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাটে সেতুমন্ত্রীর পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী পেল ৪ হাজার পরিবার
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সুবর্ণচরে বিনামুল্যে কৃষকের ৫ একর জমির ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগ।
নবীন,নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী কবিরহাটে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়-দরিদ্রদের মাঝে ত্রান বিতরন।
নবীন,নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর ওটারহাটে অসহায়, দিনমজুর, হতদরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
নবীন, নোয়াখালী প্রতিনিধি
দেরিতে হলেও সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আড়ৎদাররা - চট্টগ্রামে ১ লাখ চামড়া রাস্তায়,
DESK NEWS 4TV
নোয়াখালীতে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বানিজ্য কেন্দ্র চৌমুহনীতে ভয়াবহ আগুনে মার্কেটের প্রায় অর্ধশত দোকানঘর পুড়ে ছাই।
নোয়াখালী প্রতিনিধি
সাবকে পৌর কাউন্সলির অপহরণরে প্রতবিাদে রুমায় আওয়ামী লীগরে বক্ষিোভ সমাবশে
মংহাইথুই মারমা-রুমা(বান্দরবান)
নার্স তানিয়াকে বাসে ধর্ষন ও হত্যার প্রতিবাদে নোয়াখালীতে নার্সদের মানববন্ধন ও সমাবেশ
নোয়াখালী প্রতিনিধী
নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান মনোনয়নকে কেন্দ্র করে হামলা-ভাংচুর, পুলিশের গুলি, আহত ৫
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ফণি মোকাবেলায় রেডক্রিসেন্টের ১০৪ আশ্রয়াণ কেন্দ্র, ৩২ মাটির কিল্লা স্বেচ্ছাসেবক প্রস্তুত
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জের জীরতলীতে আ.লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অন্তত ১০
নোয়াখালী প্রতিনিধি
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে এডিসে ঝলসে দেয়ার মামলায় ৩ নারী সহ মোট ৫ জনকে গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি:
আরটিভির সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালী গনমাধ্যম কর্মীদের মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি
বান্দরবানে মহান বিজয় দিবস উদযাপন শুভ উদ্বোধন জনাব,মো:দাউদুল ইসলাম জেলা প্রশাসক।
[চাইথোয়াইমং মারমা রুদ্র জেলা প্রতিনিধি বান্দরবান ]
অটোরিক্সা শ্রমিকদের কাছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে নৌকার জন্য ভোট চাইলেন বসুরহাট পৌর মেয়র
নবীন নোয়াখালী
মুক্তিযোদ্ধা কোটা ৩০% বহাল সহ ১১ দফা দাবীতে নোয়াখালীতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান \
নবীন নোয়াখালী
অবৈধভাবে গর্জে উঠা শতাধিক দোকান ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উচ্ছেদ।
চট্টগ্রাম সাতকানিয়া প্রতিনিধমো ইদ্রিস সাকিল
চট্টগ্রামে পরিবহণ শ্রমিকদের ধর্মঘট, সাধারণ যাত্রীদের ভোগান্তি।
মোঃ আজম খাঁন মোঃ ফেরদৌস চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানঃ নারী ব্যবসায়ী, পতিতা ও খদ্দের সহ ২১ গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো 4TV
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অনশনে বক্তারা গণ আন্দোলনের মুখে বেগম জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে সরকার
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অনশনে বক্তারা গণ আন্দোলনের মুখে বেগম জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে সরকার
জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকা থেকে অশান্তিকে বিদায় দিয়ে শান্তি স্থাপন করতে চাই-বীর বাহাদুর এমপি
চাইথোয়াইমং মারমা জেলা প্রতিনিধি বান্দরবান]
রায়কে ঘিরে বিশৃঙ্খলায় কোন ছাড় নেই: ফেনী পুলিশ সুপার
রায়কে ঘিরে বিশৃঙ্খলায় কোন ছাড় নেই: ফেনী পুলিশ সুপার
পুলিশ ও জনগণ এক সাথে কাজ করলে দেশের অনেক উন্নয়ন করা সম্ভব- বীর বাহাদুর এমপি
চাইথোয়াইমং মারমা রুদ্র জেলা প্রতিনিধি বান্দরবান]
বান্দরবানে অাগামীকাল আওয়ামীলীগের বিশাল জনসমাবেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ গ্রহন করছেন
বান্দরবানে অাগামীকাল আওয়ামীলীগের বিশাল জনসমাবেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ গ্রহন করছেন
আমার বাবা সারাজীবন গণমানুষের অধিকার আদায়ের জন্য লড়েছেন
আমার বাবা সারাজীবন গণমানুষের অধিকার আদায়ের জন্য লড়েছেন
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘ কর্মকর্তা
রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজার গেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি
বঙ্গবন্ধু স্বদেশ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
রিতা আকতারঃ মহান স্বাধীনতা সংগ্রামের প্রারম্ভে ,হানাদার বাহীনি সর্বপ্রথম বাঙ্গালির অবিসংবাদিত নেতা জাতির জনক ,বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায় ।
"অাজ চট্টগ্রাম ফটিকছড়িতে পুকুর থেকে হাত পাঁ বাধা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ"
"অাজ চট্টগ্রাম ফটিকছড়িতে পুকুর থেকে হাত পাঁ বাধা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ"
বোয়ালখালী উপজেলা যুবলীগের গণতন্ত্র রক্ষা দিবসের সমাবেশে- ওমর ফারুক চৌধুরী
বোয়ালখালী-উপজেলা-যুবলীগের-গণতন্ত্র-রক্ষা-দিবসের-সমাবেশে--ওমর-ফারুক-চৌধুরী
বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ শ্রদ্ধা নিবেদনে চিটাগং অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন ওবিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
ডেক্স রিপোট: মহান বিজয় দিবস উপলক্ষে চিটাগং অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের এবং অনলাইন পত্রিকা ক্রাইম ডায়রি বিডি’র সহযোগিতায় ৩দিন ব্যাপি কর্মসূচিতে ১৬ডিসেম্বর প্রথম প্রহরে রাত্র ১২.০১মিনিটি কেইপিজেড(স্টীল মিল)শহীদ বেদীতে শ্রদ্ধানিবেদন সকালে জাতীয় পতাকা এবং স্টীকার-প্রচারপত্র বিলি, সকাল ৮টায় সিইপিজেডস্থ সততা ভিশন বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশাল বিজয় র্যালি এবং বিজয়ের শ্রদ্ধাজ্ঞলী ,মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আলোচনা সভা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্ভোধন করলেন পানি সম্পদ মন্ত্রী
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্ভোধন করলেন পানি সম্পদ মন্ত্রী
গোমাতলীতে দেড় হাজার একর লবণ মাঠে চাষ অনিশ্চিত
সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি, দেশে গত বছর লবনের ন্যায্য মূল্য আশানুরুপ হওয়ায় এ বছরেও পুরোদমে মাঠে নামছে কক্সবাজার সদরের পোকখালী, ইসলামপুর, চৌফলদন্ডীর,ভারুয়াখালীর প্রান্তিক চাষীরা।
বান্দরবানে সদরে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে লাঙ্গী পাড়ায় অাইন শৃংখলা উপর মতবিনিময় সভা
[চাইথোয়াইমং মারমা মং রুদ্র জেলা প্রতিনিধি বান্দরবান] বান্দরবান সদরের অবস্থিত লাঙ্গী পাড়া এলাকায় এলাকার স্থানীয় দেরকে নিয়ে বৃহস্পতিবার সকালে বান্দরবান কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অায়োজন করা হয়।
বান্দরবানের জেলা বিএনপি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধের গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে ও পথ সভা
বিএনপি ও বিএনপি অংগসংগঠন নেতানেত্রী বৃন্দরা উপস্থিত ছিলেন।ম্যামাচিং বলেন,অামাদের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধের মিথ্যা মামলা ও গ্রেপতার পরোয়ানার করে নেত্রীকে কোনদিন সফলতা অাসবেনা।
বঙ্গবন্ধুর ৭শে মার্চের ভাষন জাতীকে গৌরবান্নত করছে: আকতার হোসেন
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭শে মার্চের ভাষন যেমন করে তৎকালিন স্বাধিনতার পূর্বে সাড়ে সাত কোটি মানুষকে একত্রিত করেছে তেমনী করে স্বাধীনতার ৪৩ বছর পরও সেই ভাষন সারা বিশ্বে বাংলাদেশের মান ও এদেশের জাতীকে গৌরবান্নিত করেছে।
পুলিশ খুন মামলার প্রধান আসামী মোস্তফা মেয়র এখন দূর্নীতির রাজা!
বিশেষ প্রতিবেদক : ছাগলনাইয়ায় পুলিশকে গুলি করে হত্যা মামলার আসামী হোন্ডা চোর খ্যাত মো. মোস্তফা মাত্র বছর কয়েক বছরের ব্যবধানে তিনি এখন ফেনীর ছাগলনাইয়া পৌরসভার মেয়র। নগর পিতার জায়গায় হয়ে উঠেছেন দুর্নীতি ও অনিয়ম, অসামাজিক কার্যকলাপ, দখলের রাজা। মেয়রের কর্মকান্ডে ক্ষুব্দ কাউন্সিলররা প্রতিবাদ করলে তারা এখন একঘরে।
কক্সবাজারে লবণ মাঠে নেমেছে প্রায় ৪০ হাজার চাষী
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি, দেশের বৃহত্তম লবণ উৎপাদন জোন কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালীসহ মোট ৬৯ হাজার ৪১৫ একর জমিতে প্রায় ৪০ হাজার চাষী চলতি মৌসুমে লবন চাষে নেমে পড়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে লবণ মাঠ পরিচর্যা। আবহাওয়া অনুকুলে থাকলে আগামী জানুয়ারীর প্রথম সপ্তাহ থেকে লবণ উৎপাদন শুরু হবে।
দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই- নিজাম চৌধুরী
এম.রফিকুল ইসলাম: এন.আর.বি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধরারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতি ও অর্থনৈতিক বিশ্লেষক নিজাম চৌধুরী বলেছেন বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে, আর যিনি বাংলাদেশকে এ অনন্য উচ্চতায় পৌঁছিয়েছেন তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
যে কারনে স্ত্রী রিফা আক্তারের মরদেহ দেখা হলো না আনোয়ারের
স্ত্রী রিফা আক্তারের মারা যাওয়ার খবর শুনে মরদেহ দেখার জন্য ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছুটে আসেন স্বামী আনোয়ার হোসেন।
অতিরিক্ত ডিআইজি ব্যাজ গ্রহন
মো: রেজাউল হক পিপিএমকে অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) র্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন) মোখলেছুর রহমান।
বান্দরবানে অাইন সহায়তা কেন্দ্র না থাকায় নির্যাতিত অসহায় গরীবরা সুবিধা বঞ্চিত।
(চাইথোয়াইমং মারমা রুদ্র জেলা প্রতিনিধি বান্দরবান)
রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করলেন মার্কিন সিনেটর- কংগ্রেসম্যানরা
মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যানদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছে।
টেকনাফে ভ্রাম্যমান আদালতের সাড়াঁশি অভিযান ৪ মাদক বহনকারী মহিলাদের বিভিন্ন মেয়াদে সাজা
চট্টগ্রাম টেকনাফে ভ্রাম্যমান আদালত সাড়াশি অভিযান চালিয়ে ৭০লিটার দেশীয় চোলাই মদসহ ৪জন নারী মাদক পাচারকারীদের আটক করেছে। তাদের পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
একবছরে কর্ণফুলী থানা পুলিশের মাদক মামলায় ৩০৭ জন আটক।
একবছরে কর্ণফুলী থানা পুলিশের মাদক মামলায় ৩০৭ জন আটক।
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম একটি আদর্শের নাম সোহেল চৌধুরী
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম একটি আদর্শের নাম সোহেল চৌধুরী
ফেনীতে কুড়িয়ে পাওয়া ১০ লক্ষ টাকার চেক ফেরত দিল পুলিশ
ফেনীতে কুড়িয়ে পাওয়া ১০ লক্ষ টাকার চেক ফেরত দিল পুলিশ
জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যুবকদের প্রতি -বীর বাহাদুর এমপি
জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যুবকদের প্রতি -বীর বাহাদুর এমপি
চট্টগ্রামের সড়ককে নিরাপদ করতে সকল সুপারিশ বাস্তবায়ন করা হবে
চট্টগ্রামের সড়ককে নিরাপদ করতে সকল সুপারিশ বাস্তবায়ন করা হবে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে চালক ও হেলপারের প্রশিক্ষণ কর্মশালা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে চালক ও হেলপারের প্রশিক্ষণ কর্মশালা
আইনের দোহায় দিয়ে সিটি কর্পোরেশনের মনগড়া গৃহকরের নামে ঘরভাড়া থেকে আয়কর নগরবাসী কখনও পরিশোধ করবেনা।
আইনের দোহায় দিয়ে সিটি কর্পোরেশনের মনগড়া গৃহকরের নামে ঘরভাড়া থেকে আয়কর নগরবাসী কখনও পরিশোধ করবেনা।
মুসলিম হলে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষকদের চাকরি জাতীয়করণের জোরদাবী
মুসলিম হলে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষকদের চাকরি জাতীয়করণের জোরদাবী
"নারী কেলেংকারী : ফটিকছড়িতে কলেজ অধ্যক্ষকে গনধোলাই"
"নারী কেলেংকারী : ফটিকছড়িতে কলেজ অধ্যক্ষকে গনধোলাই"
ডেটলাইন: মাদকে ভাসছে জায়লস্কর ইউনিয়ন অনুসন্ধানে ছদ্মবেশে পুলিশ প্রশাসন ।
ডেটলাইন: মাদকে ভাসছে জায়লস্কর ইউনিয়ন অনুসন্ধানে ছদ্মবেশে পুলিশ প্রশাসন ।
চট্টগ্রামের সীতাকুন্ডে বাসে ২২ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যাক্তি আটক
চট্টগ্রামের সীতাকুন্ডে বাসে ২২ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যাক্তি আটক
চট্টগ্রামে শেখ রাসেল এর জন্মদিন বিভিন্ন জায়গায় উযাপন সাথে ছিলেন চ্যানেল 4 এর রিপোটার মোঃ ফয়সাল
চট্টগ্রামে শেখ রাসেল এর জন্মদিন বিভিন্ন জায়গায় উযাপন সাথে ছিলেন চ্যানেল 4 এর রিপোটার মোঃ ফয়সাল
তেঁতুলিয়ার আলোচিত ধর্ষকদ্বয়ের আদালতে আত্মসমর্পণ, জামিন নাকচে জেলহাজতে
তেঁতুলিয়ার আলোচিত ধর্ষকদ্বয়ের আদালতে আত্মসমর্পণ, জামিন নাকচে জেলহাজতে
বান্দরবান জেলায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন
বান্দরবান জেলায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন
নির্ধারিত ফরমে শুরু হবে নিবন্ধন আবাসন বঞ্চিতদের জন্য তৃতীয় প্রকল্পের কাজ শুরুর সিদ্ধান্ত
নির্ধারিত ফরমে শুরু হবে নিবন্ধন আবাসন বঞ্চিতদের জন্য তৃতীয় প্রকল্পের কাজ শুরুর সিদ্ধান্ত
দুর্বৃত্তায়নদের অনুপ্রবেশের ফলে সৎ-যোগ্য-ত্যাগী-পরিশ্রমী মাঠকর্মী ক্রমশই হারিয়ে যাচ্ছে
যুবলীগ নেতা রহিমদাদ খাঁন বাদশার শয্যাপাশে ফরিদ মাহমুদ, বর্তমান রাজনীতিতে দুর্বৃত্তায়নদের অনুপ্রবেশের ফলে সৎ-যোগ্য-ত্যাগী-পরিশ্রমী মাঠকর্মী ক্রমশই হারিয়ে যাচ্ছে
চট্টগ্রামের ছাএলীগের সহ-সম্পাদক সুদীপ্ত খুনের ঘটনায় যুবলীগের মোক্তার গ্রেফতার
চট্টগ্রামের ছাএলীগের সহ-সম্পাদক সুদীপ্ত খুনের ঘটনায় যুবলীগের মোক্তার গ্রেফতার
পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের দূরদৃষ্টিতে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা পেলো বাংলাদেশ
পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের দূরদৃষ্টিতে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা পেলো বাংলাদেশ
রোহিঙ্গারাও মানুষ, রোহিঙ্গাদের পাশে দাড়ানোআমাদের দায়িত্ব-খোকন চৌধুরী
রোহিঙ্গারাও মানুষ, রোহিঙ্গাদের পাশে দাড়ানোআমাদের দায়িত্ব-খোকন চৌধুরী
যেখানে রাজধানী ১৭% কর দেয় না, চট্টগ্রাম কেনো, নিজেকে যদি জনগনের প্রতিনিদি মানতেন তহলে জনগনের দুঃখ বুঝতেন, গৃহকর কমানোর উদ্যেগ নিতেন মেয়রকে - ডাঃ শাহাদাত
যেখানে রাজধানী ১৭% কর দেয় না, চট্টগ্রাম কেনো, নিজেকে যদি জনগনের প্রতিনিদি মানতেন তহলে জনগনের দুঃখ বুঝতেন, গৃহকর কমানোর উদ্যেগ নিতেন মেয়রকে - ডাঃ শাহাদাত
জামাতের ডাকা হরতালে বিশেষ নিরাপত্তা গ্রহনে পুলিশ সুপার।
জামাতের ডাকা হরতালে বিশেষ নিরাপত্তা গ্রহনে পুলিশ সুপার।
গৃহকর প্রত্যাহার করতে না পারলে সহনীয় পযায়ে আনুন আজম নাছিরকে – সবেক মেয়র মনজুর আলম
গৃহকর প্রত্যাহার করতে না পারলে সহনীয় পযায়ে আনুন আজম নাছিরকে – সবেক মেয়র মনজুর আলম
চট্টগ্রামে মেয়র নাছির এর নিদেশে প্রকৌশলীরা মাঠে ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কারে রাত দিন কাজ করছে
চট্টগ্রামে মেয়র নাছির এর নিদেশে প্রকৌশলীরা মাঠে ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কারে রাত দিন কাজ করছে
চসিকের উদ্যোগে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার জন্য চেক হস্তান্তর বাংলাদেশ মানবিক বিবেচনায় মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
মানবিক বিবেচনায় মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে :সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
বৌদ্ধ সম্প্রদায়ের মানবন্ধনে ড. হাছান মাহমুদ মায়ানমারের সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি করতে হবে
বৌদ্ধ সম্প্রদায়ের মানবন্ধনে ড. হাছান মাহমুদ মায়ানমারের সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি করতে হবে
চট্টগ্রাম জেলা পুলিশের মাল্টিপারপাস শেড এর নির্মান কাজ শুরু
চট্টগ্রাম জেলা পুলিশের মাল্টিপারপাস শেড এর নির্মান কাজ শুরু
চট্টগ্রামে, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল ফ্রি নাক-কান-গলা চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
চট্টগ্রামে, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল ফ্রি নাক-কান-গলা চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
নিজাম উদ্দিন হাজারীর এমপি’র উদ্যোগে ফেনী ব্যবসায়ী সমিতি রোহিঙ্গাদের পাশে, ৬৫ লাখ টাকার ত্রাণ নিয়ে উখিয়ায় ।
নিজাম উদ্দিন হাজারীর এমপি’র উদ্যোগে ফেনী ব্যবসায়ী সমিতি রোহিঙ্গাদের পাশে, ৬৫ লাখ টাকার ত্রাণ নিয়ে উখিয়ায় ।
অতর্কিত ভাবে সাংবাদিকের উপর হামলা ও প্রান নাশের হুমকি
অতর্কিত ভাবে সাংবাদিকের উপর হামলা ও প্রান নাশের হুমকি
তাহিরপুরে চোরাচালান নিয়ে সংঘর্ষে ১জন নিহত: ১ চোরাচালানীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
তাহিরপুরে চোরাচালান নিয়ে সংঘর্ষে ১জন নিহত: ১ চোরাচালানীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
উত্তর পতেঙ্গা যৌথ কল্যাণ শ্রমজীবি সমবায় সমিতির প্রায় ২কোটি টাকা হাতিয়ে নিয়ে সভাপতি মাসুদ শরীফ উধাও
উত্তর পতেঙ্গা যৌথ কল্যাণ শ্রমজীবি সমবায় সমিতির প্রায় ২কোটি টাকা হাতিয়ে নিয়ে সভাপতি মাসুদ শরীফ উধাও
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজার সীমান্তে সতর্ক
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজার সীমান্তে সতর্ক
অশিক্ষিত মানুষেরই ধর্মই হচ্ছে কালচার আর শিক্ষিত মানুষের কালচারই হচ্ছে ধর্ম এসএম জাহাঙ্গীর আলম সরকার
অশিক্ষিত মানুষেরই ধর্মই হচ্ছে কালচার আর শিক্ষিত মানুষের কালচারই হচ্ছে ধর্ম এসএম জাহাঙ্গীর আলম সরকার
ঈদকে সামনে রেখে বন্দর থানার আইন শৃঙ্খলা কঠোর থাকবে -এম এম মঈনুল ইসলাম
ঈদকে সামনে রেখে বন্দর থানার আইন শৃঙ্খলা কঠোর থাকবে -এম এম মঈনুল ইসলাম
মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভায় -পুলিশ কমিশনার জন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ব্লক রেইড করার নির্দেশ
মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভায় -পুলিশ কমিশনার জন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ব্লক রেইড করার নির্দেশ
চট্টগ্রামে মানববন্ধেনে গ্রেনেড হামলার সাথে জড়িত নরপশুদের চিহ্নিত করে ফাঁসির দাবী : এম. এ. লতিফ এমপি
চট্টগ্রামে মানববন্ধেনে গ্রেনেড হামলার সাথে জড়িত নরপশুদের চিহ্নিত করে ফাঁসির দাবী : এম. এ. লতিফ এমপি
ফেনীতে পুলিশের মাসিক কল্যান সভায় ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টির তৎপরতা রোধ করতে পুলিশের প্রতি নির্দেশ
ফেনীতে পুলিশের মাসিক কল্যান সভায় ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টির তৎপরতা রোধ করতে পুলিশের প্রতি নির্দেশ
আ’লীগ বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করছে : মাহবুবুর রহমান শামীম
আ’লীগ বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করছে : মাহবুবুর রহমান শামীম
জাতীয় শোক দিবস উপলক্ষে এলাকা বাসীর মাঝে ঢেউটিন বিতরণ করেন বঙ্গবন্ধু ভোগের নয়, ত্যাগের রাজনীতি বিশ্বাসী ছিলেন: এম.এ. লতিফ এম.পি
জাতীয় শোক দিবস উপলক্ষে এলাকা বাসীর মাঝে ঢেউটিন বিতরণ করেন বঙ্গবন্ধু ভোগের নয়, ত্যাগের রাজনীতি বিশ্বাসী ছিলেন: এম.এ. লতিফ এম.পি
বাঙালি জাতিকে পঙ্গু করে দিতেই বঙ্গবন্ধুকে হত্যা - চট্টগ্রাম মেয়র
বাঙালি জাতিকে পঙ্গু করে দিতেই বঙ্গবন্ধুকে হত্যা - চট্টগ্রাম মেয়র
পরিবহন শ্রমীকদের সাথে মতবিনিময় সভায় কোন প্রকার টোকেন বাণিজ্যের সাথে পুলিশ জড়িত নয় : ফেনীর পুলিশ সুপার ।
পরিবহন শ্রমীকদের সাথে মতবিনিময় সভায় কোন প্রকার টোকেন বাণিজ্যের সাথে পুলিশ জড়িত নয় : ফেনীর পুলিশ সুপার ।
তালাকের হিড়িক: চট্টগ্রামে ঘণ্টায় ভাঙছে ১টি সংসার
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্রী ১৯ বছরের তরুণী ফারজানা লোপা। সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছেন এক সন্তানের জনক পারভেজ সিকদারকে।
ফটিকছড়িক থেকে মোটর সাইকেল সহ ৩ চোরাকারবারী’কে গ্রেফতার করেছে র্যাব
ফটিকছড়িক থেকে মোটর সাইকেল সহ ৩ চোরাকারবারী’কে গ্রেফতার করেছে র্যাব
”জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন ৫ আগষ্ট”বন্দর ইপিআই জোনে উদ্ধুব্ধকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
”জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন ৫ আগষ্ট”বন্দর ইপিআই জোনে উদ্ধুব্ধকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
রাউজানে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ঈদ উদযাপন
রাউজানে নিজ গ্রামে কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ঈদ উদযাপন করছেন। সকাল থেকে গ্রামের বাড়ি রাউজানে সর্বস্তরে জনসাধারণ ও এলাকার গণ্যমান্য ও রাজনীতিক ব্যক্তিবর্গ মানুষের সরব উপস্থিতি দেখা যায়।
হবিগঞ্জের ৫বছর আগে হারিয়ে যাওয়া ফারজানা এখন চট্রগ্রামের আশ্রয় কেন্দ্রে
ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি Channel 4TV : হবিগঞ্জের ছোট মেয়ে ফারজানা। বিগত ৫ বছর আগে বাবার সাথে কাজের সন্ধানে গিয়ে ছিল চট্রগ্রামে। সেখানে গিয়ে সে হারিয়ে যায়। বর্তমানে তার ঠিকানা হয়েছে চট্রগ্রামের উপলব্দি নামের একটি আশ্রয় কেন্দ্রে। চট্রগ্রামের বাসিন্দা বাদল সাঈদ নামে এক ফেসবুক ব্যবহারকারী শনিবার তার ফেসবুক ওয়ালে এমনি এক হৃদয় বিদারক তথ্য দিয়ে পোষ্ট দিয়েছেন।
ঈদ উপহার বিতরণকালে ফরিদ মাহমুদ “এদেশের প্রতিটি অর্জনে মুখ্য ভূমিকা ছিল আওয়ামীলীগের”
এম. রফিকুল ইসলাম (চট্টগ্রাম ব্যুরো) Channel 4TV : বিশিষ্ট সমাজসেবক ফরিদ মাহমুদ বলেন, এদেশের প্রতিটি অর্জনে মুখ্য ভূমিকা ছিল আাওয়ামীলীগের। রাষ্ট্র ভাষা বাংলা, হাজার বছরের কাঙ্খিত স্বাধীনতা, রাষ্ট্র পরিচালনায় সংবিধান রচনা, সামরিক সরকার ও স্বৈরতন্ত্রের উৎখাত, ভোট-ভাতের অধিকার, গণতন্ত্র পুনঃরুদ্ধার সবকিছুর নেতৃত্ব দিয়েছে আওয়ামীলীগ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিটি মেয়রের বাণী
এম. রফিকুল ইসলাম (চট্টগ্রাম ব্যুরো) Channel 4TV : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে চট্টগ্রামসহ দেশের আপামর জনগণের প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
পবিত্র ঈদ-উল -ফিতর এ সর্ব সাধারনের যাতায়াতের সুবিধার্থে বিমান বন্দর সড়কে নির্মিত ৩ টি ব্রিজ খুলে দিলেন : সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন
এম. রফিকুল ইসলাম (চট্টগ্রাম ব্যুরো) Channel 4TV : সিটি গভর্নেন্স প্রজেক্টের অধীনে জাইকা’র অর্থায়নে চট্টগ্রাম নগরীর আরসিসি ব্রিজ এবং ৯ নং গুপ্ত খালের পাশে ২০ মিটার স্পেনের পিসি গার্ডার ব্রিজ প্রায় ১ কোটি ৮৪ লক্ষ ৯৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।
মাদক নিয়ন্ত্রনে অপারেশন, মোটিভেশন দুটোই গুরুত্বপূর্ণ এসএম জাহাঙ্গীর আলম সরকার, পুলিশ সুপার, ফেনী।
এম. রফিকুল ইসলাম (চট্টগ্রাম)Channel 4TV : মাদক সমাজের পুরো কাঠামোকে ধ্বংস করে দিতে পারে। মাদকের কারণেই চুরি,ডাকাতি,ধর্ষণ সহ অন্য অপরাধগুলোও সংগঠিত হয়।
ঈদে আইন-শৃংখলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রতি চিটাগাং চেম্বার সভাপতির আহবান
এম.রফিকুল ইসলাম (চট্টগ্রাম ব্যুরো) Channel 4TV : চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।
কক্সবাজারে দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ পুলিশ বিপন্ন মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে:ডিআইজি এস এম মুনিরুজ্জামান
এম. রফিকুল ইসলাম (চট্টগ্রাম ব্যুরো)Channel 4TV : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় মোরা ও প্রাকৃতিক দূর্যোগে বিপন্ন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে কক্সবাজার জেলা পুলিশ।
কোস্ট গার্ড জাহাজ তানভীর কর্তৃক বঙ্গোপসাগর থেকে বার ১২ জেলে উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো Channel 4TV : চট্টগ্রাম বহিঃনোঙ্গরের সী-বীচ এলাকায় লাইটার জাহাজ এমভি পান্তর এর সাথে লাইটার জাহাজ সিটি-২২ এর কলিশন হয়। উক্ত দূর্ঘটনায় এমভি পান্তরের সামনের বাম পার্শে¦র ওয়াটার লেভেলের উপরে ফেঁটে যায় এবং পানি ঢুকতে থাকে এমতবস্থায় এমভি পান্তরকে সী-বীচ বরাবর কিনারে বীচ করা হয়।
চট্টগ্রাম এ ঈদেকে সামনে রেখে যানজট কমাতে খুলা হল আখতারুজ্জামান ফ্লাইওভার
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম প্রতিনিদি Channel 4TV : আসন্ন ঈকে সামনে রেখে যানজট কমাতে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত বিস্তৃত আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার যান চলাচলের জন্য পরিক্ষামূলকভাবে খুলে দেওয়া হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবর্ণচর উপজেলা সমিতি-চট্টগ্রাম-এর বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল ও আলোচন সভা সম্পন্ন।
মো: আলাউদ্দিন (চট্টগ্রাম) Channel 4TV : নগরীর জিইসির জামান হোটেলে সমিতির সভাপতি আবু জাফর মো.ওমর ফারুক, সাধারন সম্পাদক ছালেহ উদ্দিন, সিনি.সহ সভাপতি অহিদের রহমান নয়ন, সহ সভাপতি ফিরোজ মাহমুদ, সহ সভাপতি নাজিম উদ্দিন ফারুক,
নকল ঘি তৈরি কালে কোহিনুর ফ্যাক্টরির ৩ কর্মচারি গ্রেফতার
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম প্রতিনিদি)Channel 4TV : ডালডা ও রং ব্যবহার করে খাটি ঘাওয়া ঘি বলে বাজারে বিক্রি করে আসছিল কোহিনুর, কমেন্ড এন্ড মামুন কোম্পানী ফ্যাক্টরির মালিক পলাতক আসামী মোঃ এমদাদুল হক।
চট্টগ্রাম প্রাইমোভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের মত বিনিময়কালে ফরিদ মাহমুদ “চালক শ্রমিকদের সুনির্দিষ্ট বেতন কাঠামো স্থির করা হোক’
চট্টগ্রাম প্রাইমোভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন রেজি নং ২০৮৮ এর নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, প্রাইমোভার চালক-শ্রমিকদের সুনির্দিষ্ট বেতন কাঠামো ঘোষণা করা হোক।
নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ- ছাতকে লাফার্জের শতাধিক শ্রমিককে চাকুরিচ্যুতি
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) Channel 4TV : ছাতকস্থ লাফার্জের এইচ আর এন্টারপ্রাইজ ও শাহজাহান ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর অধীনে প্রায় শতাধিক শ্রমিককে অধিকার বঞ্চিত করায় তারা মানবেতর জীবন যাপন করছে। ফলে রোববার (৭মে’) উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
চট্টগ্রামে হচ্ছে প্রস্তাবিত আউটার রিং রোড
এম. রফিকুল ইসলাম(চট্টগ্রাম)Channel 4TV : নানা চড়াই-উৎরাই শেষে বন্দরনগরী চট্টগ্রামের কালুরঘাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত কর্ণফুলী নদীর তীর ঘেঁষে উপকূলীয় বেড়িবাঁধ কাম রোড নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
”জলাবদ্ধতার কারণ সর্ম্পকে নাগরিক পরামর্শ কামনা” নগরীর কয়েকটি খাল -বিমান বন্দর রোডে ৩টি ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শন করলেন মেয়র
এম. রফিকুল ইসলাম (চট্টগ্রাম) Channel 4TV : মুষলধারে বৃষ্টি এবং অতিমাত্রায় জোয়ারের প্রভাবে নগরীর নি¤œাঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ জনদুর্ভোগ সরেজমিনে প্রত্যক্ষ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। নগরীর চান্দগাঁও এলাকা দিয়ে প্রবাহিত ডোম খাল পরিদর্শন করেন। পরিদর্শনে তিনি খালের উপরে অবৈধ স্থাপনা, দোকানপাট, বেদখল এবং খালে আবর্জনা সহ ভরাট দেখতে পান।
সদরঘাট থানা আওয়ামীলীগের মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে নেতৃবৃন্দ
এম. রফিকুল ইসলাম(চট্টগ্রাম) Channel 4TV : সদরঘাট থানা আওয়ামীলীগের উদ্যোগে কদমতলীস্থ কার্যালয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে এক সভা অনুষ্ঠিত হয়।
মাঝারী বর্ষণে ডুবতে বসেছে চট্টগ্রাম শহর
ম.রফিকুল ইসলাম (চট্টগ্রাম) Channel 4TV : মাঝারী বর্ষণে চট্টগ্রাম মহানগরের নিচু এলাকায় থই-থই করছে বৃষ্টির পানি। ডুবে গেছে সড়ক বাসা-বাড়ির নিচতলা, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। ফলে দুর্ভোগ বেড়েছে নাগরিক জীবনের।
মহানগরী চট্টগ্রাম বৃষ্টিতে তলিয়ে গেছে
মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। অপরিকল্পিত নগরায়ণকে দায়ী করছেন ভুক্তভোগী মানুষরা।
চিটাগাং চেম্বার সিনিয়র সহ-সভাপতির সাথে বিএমসিসিআই’র সভাপতির মতবিনিময়
চট্টগ্রাম ব্যুরো : দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ সেলিম’র সাথে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিএমসিসিআই)’র সভাপতি স্থপতি মোঃ আলমগীর জলিল বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় অন্যান্যদের মধ্যে বিএমসিসিআই’র অনারারী ট্রেজারার ও চেম্বারের প্রাক্তন পরিচালক এম. এ. বকর এবং চেম্বার সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মুজিবনগর দিবস উপলক্ষ্যে ঔপনিবেশিক মানসিকতা পরিহার করে গরীবের মুক্তি চাই : হাসিনা মহিউদ্দিন
এম. রফিকুল ইসলাম(চট্টগ্রাম) : চট্টগ্রাম মহানগর আওয়ামী মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন বলেছেন, মুজিবনগর সরকার স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের শিকড়।
প্রতিবন্ধিদের সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন করেন : সাংসদ এবিএম ফজলে করিম
মোহাম্মদ আলাউদ্দীন : চট্টগ্রামের রাউজানে হাজার বছরের বাঙ্গালীর ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ। এ উপলক্ষে গত শুক্রবার রাউজান কলেজ মাঠে বর্ষবরণ, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
চট্টগ্রামে ডক শ্রমিকদের কঠোর আন্দোলনের প্রস্তুতি ।
এম. রফিকুল ইসলাম(চট্টগ্রাম) Channel 4TV : চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি:২০০৮) এর উদ্দ্যোগে সংগঠনের দাবী বাস্তবায়নের দাবীতে সংগঠনের সভাপতি ইসকান্দার ও সাধারন সম্পাদক আব্দুল আহাদের নেতৃত্বে শ্রমিকদের দাবী আদায়ের জন্য প্রস্তুতিসভার আয়োজন করেন। উক্ত সভায় সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক, যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন, আবু বক্কর সিদ্দীক, নূর আলম, গোফরান, সিরাজ, দুলাল, ইব্রাহীম,উইন্সম্যান রহিম বক্তব্য রাখেন।।
চট্টগ্রাম এ পুলিশের কড়াকড়ি নিরাপতা আর ইসলামপন্থীদের আপত্তি পর ও সুন্দর ভাবে নববর্ষ পালন
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম প্রতিনিদি) কট্ররপন্থী ইসলামি সংগঠনগুলোর আপত্তি আর পুলিশের নানা বিধিনিষেদের মধ্যে আজ পালিত হলো বাংলা নববর্ষ বরণে নানা অনুষ্ঠান।
সরকারের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে হবে :উপজেলা ভাইস চেয়ারম্যান
ফেনী প্রতিনিধি : দাগনভূঞা উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
ফেনীতে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের উপর হামলা ও অপহরণের চেষ্টা
ফেনী প্রতিনিধি : সংবাদ প্রকাশের জের ধরে ফেনী রিপোর্ট ও প্রথম সংবাদ সম্পাদক ও ফেনী অনলাইন প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলীর উপর হামলা ও তাকে অপহরণের চেষ্টা চালিয়েছে এক আ’লীগ নামধারী।
চট্টগ্রামে দুই শীর্ষ নেতা মুখোমুখি সমালোচনা ১০ তারিখ লালদীঘিতে আসুন, সেখানে গরম কথা বলব
আবু জাহছত্তগ্রাম(চট্টগ্রাম প্রতিনিদি)channel4tv : হকর বৃদ্ধি ও ফিশারিঘাট স্থানান্তরের প্রতিবাদে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছিরউদ্দিনের বিরুদ্ধে লালদীঘি মাঠে সমাবেশের ডাক দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। দীর্ঘদিন ধরে পরোক্ষ সমালোচনা করলেও এবার মহিউদ্দিন চৌধুরী প্রকাশ্যে অবস্থান নিলেন নাছিরের বিরুদ্ধে। আজ সোমবার বিকালে এ সমাবেশ হবে
লাফার্জের পরিবহন শ্রমিকের পক্ষে উচ্চ আদালতের রায়
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতকস্থ লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের ভারি যানবাহন শ্রমিকদের চাকুরি স্থায়ীকরনের দাবিতে ২০১২সালের ৯ডিসেম্বর চট্টগ্রাম ২য় শ্রম আদালতে পরিবহন শ্রমিক ২৩টি আইআর মামলা দায়ের করেন। এতে লাফার্জ কর্তৃপক্ষ মামলাগুলো খারিজের আবেদন করলে ২০১৪সালের ২৫ফেব্রুয়ারি ২য় শ্রম আদালত চট্টগ্রাম তা- না মঞ্জুর করেন।