LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ শুক্রবার| ২৬ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

থায়ী শহীদ মিনার ও নিরাপত্তা ইস্যুতে কন্সাল জেনারেলের তৎপরতা নিউইয়র্কে



কাজে যোগদানের প্রথম মাসেই প্রবাসীদের দীর্ঘদিনের দুটি দাবি নগর প্রশাসনে উপস্থাপন করলেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

একইসাথে প্রবাসীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার অনুরোধও করেছেন। দাবি দুটি হচ্ছে স্থায়ী একটি শহীদ মিনার নির্মাণ এবং মসজিদ-মন্দিরের আশপাশে পুলিশি টহল বৃদ্ধিসহ গাড়ি পার্কিংয়ের সুবিধার সম্প্রসারণ।

গত ১২ জুলাই সাদিয়া সাক্ষাৎ করেন কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজের সাথে। সৌজন্য সাক্ষাতে গিয়ে নারী প্রেসিডেন্টকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে সবচেয়ে বেশী অভিবাসী অধ্যুষিত কুইন্সের নানা ইস্যুতে তারা কথা বলেন। হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাদিয়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মায়ের ভাষার জন্য বাঙালির রক্তদানের অবিস্মরণীয় ইতিহাস টানেন।

বরো প্রেসিডেন্ট তাকে জানান যে, তিনি এ ব্যাপারে সবকিছু অবহিত আছেন এবং কয়েক বছর ধরেই তার অফিসে দিবসটি গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে। কন্সাল জেনারেল এ সুযোগে তার প্রতি আহবান রাখেন স্থায়ী একটি শহীদ মিনার নির্মাণের জন্য।

একইসাথে কুইন্সে বসবাসরত বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশপাশি বাংলা ভাষা-সংস্কৃতি বিকাশে চলমান কার্যক্রমেও সহযোগিতার দিগন্ত প্রসারিত রাখার অনুরোধ করেন।
  
এর ঠিক ৬ দিন পর গত ১৮ জুলাই সাদিয়া সাক্ষাৎ করেন নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেমস পি. ও’নেইল এর সাথে। পুলিশ সদর দফতরে কমিশনার ও’নেইল কন্সাল জেনারেল ফয়জুননেসাকে স্বাগত জানান।

কমিশনার ও তাঁর ডিপার্টমেন্টকে বাংলাদেশি-আমেরিকান জনগোষ্ঠীকে সেবা প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশি এই কূটনীতিক পুলিশ কমিশনার ও’নেইলকে নিউইয়র্ক সিটিতে বাংলাদেশি-আমেরিকান অধ্যুষিত এলাকায়, বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানের সময় এবং জুমার দিনে টহল বৃদ্ধির অনুরোধ জানান।

বাংলাদেশি-আমেরিকান বিশেষত নারীদের তার ডিপার্টমেন্টে যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যাপারে সুপারিশ করেন কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। 

এসময় পুলিশ কমিশনার তার বাহিনীতে কর্মরত বাংলাদেশি-আমেরিকান পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করে তাদের প্রশংসা করেন। কন্সাল জেনারেল উত্থাপিত বিষয়গুলোর প্রতি তিনি নজর রাখবেন বলে আশ্বাস দেন এবং পুলিশ কমিশনার তার ডিপার্টমেন্টকে সহযোগিতার জন্য নিউইয়র্ক সিটিতে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান কম্যুনিটির সকল সদস্যকে ধনবাদ জানান। 

নিউইয়র্কের ইনটেলিজেনস প্রধান থমাস পি. গ্যালাটি, উপ-কমিশনার (ইনটেলিজেনস এবং কাউন্টার-টেররিজম) জন মিলার এবং বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর আয়েশা হক এ সময় সেখানে ছিলেন। 

কন্সাল জেনারেলের এ তৎপরতার খবরে প্রবাসীরা অভিভূত। সাদিয়ার এমন বিচরণ সর্বত্র অব্যাহত থাকলে বহুজাতিক এই সিটিতে বাংলাদেশিরা আরো নিরাপদ এবং স্বাচ্ছন্দবোধ করবে বলে অনেকে মনে করছেন। 

প্রসঙ্গত, উল্লেখ্য, সাদিয়া হচ্ছেন নিউইয়র্ক কন্স্যুলেটে প্রথম নারী কন্সাল জেনারেল এবং কার্যক্রম শুরু করেছেন নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে।


1