LatestsNews
# নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে মানববন্ধন # টঙ্গীর ৫৭নং ওয়ার্ডে নির্বাচন পরবর্তী সহিংসতা; হামলা ভাংচুর # নির্বাচনী প্রচারনায় ঠেলাগাড়ি মার্কার কাউন্সিলর প্রার্থী # নৌকার প্রচারণায় মুখরিত টঙ্গী# টঙ্গীতে বিপুল পরিমাণ মাদক সহ নারী মাদক কারবারি গ্রেফতার। # প্রচারণায় এগিয় নাসির, আলোচনায় হেলাল, ট্রাম্প কার্ড আজাদ।# ঝুড়ি মার্কা নিয়ে নির্বাচনী প্রচারণায় কাউন্সিল প্রার্থী হাসান উদ্দিন # টঙ্গীতে নৌকার নির্বাচনী কার্যালয় ভাংচুর# গাসিক নির্বাচনে তিন পদের বিপরীতে লড়বেন ৩২৪ জন প্রার্থী।# শহীদ আহসান উল্লাহ মাস্টার এর ১৯ তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা। # টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালিত।# টঙ্গীতে পোস্টার লাগাতে গিয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু। # পূবাইলে রিসোর্টের পুকুরে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু # গাজীপুরে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা # শাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই - ইঞ্জিঃ এম এম হেলাল উদ্দিন। # নির্মাণাধীন ড্রেনে পড়ে বৃদ্ধের মৃত্যু। # টঙ্গীতে ডাস্টবিন অপসারণের দাবীতে বিক্ষোভ # টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার। # টঙ্গীতে গাঁজাসহ চিহ্নিত মাদক সম্রাজ্ঞী শারমিন গ্রেফতার। # টঙ্গীতে সাহায্যের হাত ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ।
আজ শনিবার| ০৩ জুন ২০২৩
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।
LIVE
Quality1  
Smiley face

Dhaka Radio

Rajshahi Radio

Khulna

Chitagram







নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

বি এ রায়হান, গাজীপুর:---- নির্বাচন পরবর্তী সহিংসতায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ নং ওয়ার্ডেরসদ্য বিজয়ী কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের অনুসারীদের হামলা, মারধর, লুটপাট, দখলবাজি, বসত ঘর-দোকানপাট তালাবদ্ধ করা ও অব্যাহত হুমকির প্রতিবাদে ও এসব অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছে ওই ওয়ার্ডের নির্যাতিত জনগন। বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, সিটি নির্বাচনে আমরা দলীয় প্রতীক নৌকার হয়ে কাজ করেছি পাশাপাশি স্থানীয় কাউন্সিলর পদপ্রার্থী মিষ্টিকুমড়া প্রতিকার শেখ মোঃ নজরুল ইসলামের হয়ে কাজ করি। নির্বাচনে মিষ্টি কুমড়া পথিকের কাউন্সিলর প্রার্থী পরাজিত হলে বিজয়ী কাউন্সিলর প্রার্থী গিয়াস উদ্দিন সরকারের অনুসারীরা নির্বাচনের দিন সন্ধ্যার পর থেকে আমাদের উপর অত্যাচার শুরু করে। তারা আমাদের ঘরবাড়ি দোকানপাট ভাঙচুর চালায় আমাদের মারধর করে আমাদের বাসা বাড়িতে তালা লাগিয়ে দেয়। এখন পর্যন্ত তাদের ভয় শতাধিক লোক এলাকাছাড়া। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেইসাথে প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে আবেদন জানাই হাজী মাজার বস্তি তথা পুরো ৫৭ নং ওয়ার্ডে যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা থেকে আমাদের উত্তরণ করুন। আমরা এ দেশের নাগরিক আমাদের স্বাভাবিক ভাবে বাঁচতে দিন। এসময় ৫৭ নম্বর ওয়ার্ড যুবলী‌গের সাধারন সম্পাদক শাহ আলম, ওয়ার্ড যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক র‌ফিকুল ইসলাম, সা‌বেক টঙ্গী থানা ছ‌াত্রলী‌গের গণ শিক্ষা বিষয়ক সম্পাদক শাহাদাত হো‌সেন রা‌সেল,ওয়ার্ড যুবলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক হারুন অর র‌শিদ, মোহাম্মদ আলী, জাফর সিকদার, আবু তা‌লেব, খোকন,সাঈদ মিয়া, কাজলী বেগম, স‌কিনা, রা‌হেলাসহ হাজী মাজার ব‌স্তির অসহায় লোকজন উপ‌স্থিত ছি‌লেন।


বাঘায় সন্ত্রাসী মিলনের বিচারের দাবিতে সংখ্যালঘু সম্প্রদয়ের মানববন্ধন।

রাজশাহী জেলা প্রতিনিধিঃ--- রাজশাহী জেলার বাঘা উপজেলার বলিহার গ্রামে মিলন নামে স্থানীয় এক সন্ত্রাসীর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের জনগন। বৃহস্পতিবার বিকেলে এলাকার সর্বস্থরের জনগন ওই মানববন্ধনে অংশ নেন। এসময় তারা সন্ত্রাসী মিলনের বিচারের দাবীতে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন। এলাকাবাসী জানায়, সন্ত্রাসী মিলন এলাকায় আম, কলা, খরিসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে বিক্রি করে দেয়। এলাকার সব রকম অপকর্ম সে করে বেড়ায়। কেউ দেখলে বা বাধা দিলে তাকে মারধর করে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বিধবা মহিলা নিয়তি রাণী তার অপকর্ম দেখে ফেললে মিলন তাকেও মারধর করে। একপর্যায়ে সে মহিলার গলায় দেশীয় ধারালো অস্ত্র ধরে প্রাননাশের হুমকি দেয়। এসময় মহিলা চিৎকার করলে মিলন তাকে গলাটিপে হত্যার চেষ্টা করে। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা এগিয়ে এলে সে বিধবা মহিলাকে মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নিয়তি রাণীকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি সেখানে ভর্তি রয়েছেন। ভুক্তভোগি নিয়তি রানি বলেন, আমি সবজী ক্ষেতে কাজ করার সময় মিলন জোর করে ক্ষেতের সবজী (খেসারি) তুলে নেওয়ার চেষ্টা করে। আমি বাধা দিতে গেলে সে আমাকে মারধর করে আমার গলায় দেশীয় অস্ত্র (হাসুয়া) ঠেকিয়ে হত্যা করার ভয় দেখায়। আমি চিৎকার করলে সে আমাকে গলা টিপে হত্যার চেষ্টা করে। এ বিষয়ে আসামী মিলন বলেন আমি তাকে মারিনি। শুধু হাসুয়াটা কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি।