
Navigation

Dhaka Radio
Rajshahi Radio
Khulna
Chitagram



লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যানকে বিশেষ সম্মাননা।
বি এ রায়হান, গাজীপুরঃ --- বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আইউব আলী ফাহিমকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে নবম বিসিএস ব্যাচ ফোরাম। গাজীপুরের পুবাইলের আপন ভূবন পিকনিক ও শুটিং স্পটে শুক্রবার নবম বিসিএস ব্যাচ ফোরাম কর্তৃক আয়োজিত বার্ষিক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে এই সংবর্ধনা দেয়া হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সিনিয়র কাষ্টমস কমিশনার ড. মতিউর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম সহ নবম বিসিএস থেকে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োজিত সচিবগণ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের ইভেন্ট ম্যনেজমেন্ট এর দায়িত্বে ছিল মাটি কমনিকেশন লিমিটেড ও টাইটেল স্পন্সার ছিল লতা হারবাল বিডি লিমিটেড।

বাঘায় সন্ত্রাসী মিলনের বিচারের দাবিতে সংখ্যালঘু সম্প্রদয়ের মানববন্ধন।
রাজশাহী জেলা প্রতিনিধিঃ--- রাজশাহী জেলার বাঘা উপজেলার বলিহার গ্রামে মিলন নামে স্থানীয় এক সন্ত্রাসীর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের জনগন। বৃহস্পতিবার বিকেলে এলাকার সর্বস্থরের জনগন ওই মানববন্ধনে অংশ নেন। এসময় তারা সন্ত্রাসী মিলনের বিচারের দাবীতে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন। এলাকাবাসী জানায়, সন্ত্রাসী মিলন এলাকায় আম, কলা, খরিসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে বিক্রি করে দেয়। এলাকার সব রকম অপকর্ম সে করে বেড়ায়। কেউ দেখলে বা বাধা দিলে তাকে মারধর করে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বিধবা মহিলা নিয়তি রাণী তার অপকর্ম দেখে ফেললে মিলন তাকেও মারধর করে। একপর্যায়ে সে মহিলার গলায় দেশীয় ধারালো অস্ত্র ধরে প্রাননাশের হুমকি দেয়। এসময় মহিলা চিৎকার করলে মিলন তাকে গলাটিপে হত্যার চেষ্টা করে। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা এগিয়ে এলে সে বিধবা মহিলাকে মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নিয়তি রাণীকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি সেখানে ভর্তি রয়েছেন। ভুক্তভোগি নিয়তি রানি বলেন, আমি সবজী ক্ষেতে কাজ করার সময় মিলন জোর করে ক্ষেতের সবজী (খেসারি) তুলে নেওয়ার চেষ্টা করে। আমি বাধা দিতে গেলে সে আমাকে মারধর করে আমার গলায় দেশীয় অস্ত্র (হাসুয়া) ঠেকিয়ে হত্যা করার ভয় দেখায়। আমি চিৎকার করলে সে আমাকে গলা টিপে হত্যার চেষ্টা করে। এ বিষয়ে আসামী মিলন বলেন আমি তাকে মারিনি। শুধু হাসুয়াটা কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি।