সড়ক-মহাসড়ক-রেল লাইন-আবাসিক এলাকায় পশুর হাট বসবে না
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়ক-মহাসড়ক, রেল লাইনের ওপরে ও আবাসিক এলাকায় পশুর হাট বসবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
একই সঙ্গে নির্ধারিত এলাকার বাইরে পশুর হাট বসার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আর ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত মূল্য অনুসরণ করার নির্দেশনা দিয়েছেন তিনি।
এছাড়া চাঁদাবাজি বন্ধে টাস্কফোর্স কমিটি কাজ করবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নির্দেশনা দেয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে।
রোববার দুপুরে সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা সুষ্ঠুভাবে উদযাপনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বৈঠক করেন স্বরাস্ট্রমন্ত্রী।
আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে নিয়ে বৈঠকে সড়ক-মহাসড়কে বাসা-বাড়ি কিংবা অলি গলিতেও পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যেসব হাট বসবে তা থাকবে সিসিটিভির আওতাভূক্ত।
চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি হাটকে কেন্দ্র করে যাতে যানজটের সৃষ্টি না হয় সেদিকে নজর দেয়ার কথা কথা বলা হয়েছে বলে জানান তিনি।
তৈরি পোশাক শিল্প শ্রমিকদের বেতন ঈদের আগেই পরিশোধ করতে মালিকদের প্রতি আহবান জানিয়ে মন্ত্রী একই সঙ্গে যানজট ও দুর্ঘটনা এড়াতে শ্রমিক ছুটি পর্যায়ক্রমে দেয়ার কথা বলেছে।
শিল্পাঞ্চল ও পশুর হাট সংলগ্ন এলাকায় সরকারি-বেসরকারি ব্যাংক ঈদের আগের দিন পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে, পনেরো আগস্ট জাতীয় শোক দিবস উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। ওইদিন সকাল সাড়ে ৬য় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানাবেন। ওই সময়ে গোটা রাজধানী নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।
দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, ওদিন সারাদেশে কাঙালি ভোজের আয়োজন করা হবে। এসব কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা এবং নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে সিদ্ধান্ত হয় বৈঠকে।
রাজধানীর বাইরে পুলিশ ছাড়াও স্পেশাল ফোর্স নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী।