জেলেদেরও ব্যাংক লোন দিন: চিফ হুইপ
আর্থিক সংকট থেকে মুক্তি দিতে কৃষকদের মতো জেলেদের জন্যও ব্যাংক লোন দেওয়ার আহবান জানিয়েছেন সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। একইসঙ্গে জেলেদের জন্য ভিজিএফ এবং ভিজিডি কার্যক্রম বাড়ানোর জন্যও আহবান জানান তিনি।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে সোমবার সংসদ ভবনের লেকের পারে আয়োজিত এক সমাবেশে তিনি এই আহবান জানান। পরে জাতীয় সংসদ ভবন লেকে রুই, কাতলা ও মৃগেলের ৮,৪০০ টি পোনামাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম তাজুল ইসলাম, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদার, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: রইছুল আলম মন্ডল। সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো: গুলজার হোসেন।