এখন থেকে যেখানেই গ্রেপ্তার সেখানেই প্রতিরোধ: বিএনপি
আগামী জাতীয় নির্বাচনের ফলাফল নিজেদের দিকে নিয়ে আসতে প্রশাসনকে নিয়ে সরকার একটি প্রকল্প তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
তারা বলেন, এখন থেকে যেখানেই গ্রেপ্তার করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে আর কোনো ছাড় দেয়া হবে না।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে ‘দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশে যে মত প্রকাশের স্বাধীনতা নেই এই হামলাই তা প্রমাণ করে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, স্থানীয় নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে জেতাতে প্রশাসন কাজ করছে।
নির্বাচনকে কেন্দ্র করে গ্রেপ্তার বন্ধ করার জন্য নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার জন্য আহবান জানান বিএনপির এ নেতা।