ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১৪ যুবক
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি 4TV
অবৈব পথে আটক হওয়া ভারতে ১৭ মাস কারাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল ১৪ যুবক।
মঙ্গলবার বিকালের সময় বেনাপোল ইমিগ্রেশন
ও বিজিবির কাছে তাদের হস্তান্তর করেন ভারতীয় বিএসএফ।
ফেরত আসা যুবকরা হলেন ,রাজশাহী জেলার আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর,আফছার আলীর ছেলে আব্দুল হাকিম,হাবিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন,কামাল হোসেনের ছেলে আবদুল হালিম,গোলাম নবীর ছেলে বাবু,আলাউদ্দিনের ছেলে আজিজুল হক,আলমের ছেলে জহুরুল,ফজলুর রহমানের ছেলে শহিদুল,আক্তার আলীর ছেলে ইকবাল হোসেন,আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা,আশরাফুলের ছেলে সুমন,নওশাদ আলীর ছেলে জহিরুল,আশরাফুল ইসলামের ছেলে মোমিন,আব্দুর রহমানের ছেলে ফুলাল হোসেন। এদের বয়স ১৭ বছর থেকে ২৪ বছর পর্যন্ত।
বেঙ্গালুর শহরে যাওয়ার ১ থেকে ২ মাসের ভিতর আমরা সেদেশের পুলিশের কাছে ধরা পড়ি। পরে পুলিশ আদালতের মাধ্যমে আমাদের জেল হাজতে পাঠায়। আমরা ধারওয়া সেন্ট্রাল জেলে ১৭ মাস জেল খেটে আজ দেশে ফিরেছি।
বেনাপোল পোর্ট থানার এ এসআই শাহিন ফরহাদ বলেন, এরা ভারতে জেলখেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রালয়ে চিঠি চালাচালির এক পর্যায়ে সেদেশের সরকার বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে পাঠায়। ফেরত আসা যুবকদের থানার আনুষ্ঠানিকতা শেষ করে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।