প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল করতে হবে-এমপি আব্দুুল মান্নান
এম. তাজুুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি কৃষিবিদ আব্দুল মান্নান বলেন, প্রাথমিক শিক্ষাখাত কে আরও গতিশীল করতে হবে। প্রাথমিক শিক্ষাই প্রকৃত শিক্ষা। এখানে শিক্ষার্থীদের ভীত মজবুত করে গড়ে তুলতে হবে। মঙ্গলবার সকালে সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ২৫নম্বর সভাকক্ষে উপজেলা শিক্ষা অফিসের গুণগতমান উন্নয়নে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানার সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদ এর সদস্য সাহাদারা মান্না, বগুড়া জেলা শিক্ষা অফিসার এ কে এম আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারঃ) আব্দুল খালেক দুলু, সহ-সভাপতি রেজাউল করিম মন্টু, মমতাজুর রহমান মন্ডল, যুগ্ম-সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল আলম, ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন প্রমুখ।
এসময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।