সাতক্ষীরায় ভণ্ড বাবার খপ্পরে পড়ে প্রাণ হারালো এক গৃহবধূ আটক-২
মোঃ শামছুজ্জামান আকাশ,সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা দেবহাটা থানার পারুলিয়া এলাকায় ভণ্ড বাবার খপ্পরে পড়ে প্রাণ হারালো এক গৃহবধূ। এঘটনায় দুই ভণ্ড প্রতারক চক্রকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত আজিবর রহমানের স্ত্রী ফতেমা বেগম (৬০)। নিহতের ভাতিজা হাফিজুল ইসলাম জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভণ্ড প্রতারক চক্র সিলেটের মাজারের মাটি দেওয়ার নাম করে হাজির হয় ফতেমা বেগমের বাড়িতে। এসময় প্রতারক চক্র ফতেমার সরলতা সুযোগ নিয়ে তার ঘরে প্রবেশ করে।
একপর্যায়ে ফতেমা বেগমকে ১শত গজ দুর থেকে একমুঠো মাটি আনতে বললে ফতেমা তাদের কথায় বিশ্বাস করে মাটি নিয়ে ফিরে আসার সময় তার ঘর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্রটি।
সাথে সাথে একটি মোটর সাইকেল যোগে ফতেমা প্রতারক চক্রের পিছু নেয়। এক পর্যায়ে আশাশুনির হাজিপুর এলাকায় তাদেরকে ফতেমা গতিরোধ করলে অপর মোটর সাইকেল থেকে প্রতারক আশাশুনি উপজেলার শ্রীকলস গ্রামের সাঈদ মোল্যার ছেলে সাইদুল ইসলাম(৩২) লাথি মেরে ফতেমাকে পাঁকা রাস্তার উপর ফেলে দেয়।
ফতেমা মাটিতে লুপিয়ে পড়লে প্রতারক সাইদুলের স্ত্রী আমেনা খাতুন (২৫) তাকে মার পিট করে। এসময় ইউপি সদস্য দিলিপ কুমার প্রতারক চক্রকে সহযোগিতা করে। ঘটনাটি দ্রুত বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লে দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন হাজিপুর পৌঁছে চক্রের ২ সদস্যকে পুলিশের হাতে তুলে দেন।
উক্ত ঘটনার পরে স্থানীয়রা ফতেমাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালে তার অবস্থার অবনতি হলে খুলনায় রিয়ে যাওয়ার পথে ফতেমার মৃত্যু হয়। দেবহাটা-আশাশুনি সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোঃ ইয়াসিন আলী ও দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত দেবহাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।