৯৬৩ কেজি স্বর্ণের মধ্যে ৩ কেজি দুষিত: অর্থমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ নিয়ে কোন সমস্যা নেই। ৯৬৩ কেজি স্বর্ণের মধ্যে তিন কেজি দুষিত স্বর্ণ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে সচিবালয়ে ডিসি সম্মেলন শেষে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, 'বাংলাদেশ ব্যাংকে কোন সমস্যা নাই। স্বর্ণের বিষয়টি একেবারেই অপ্রয়োজনীয় (ইউসলেস) কথা। ৯৬৩ কেজি স্বর্ণ আছে আমাদের। দূষিত স্বর্ণ হলো তিন কেজি। এটা কোন সমস্যা না।'
সম্প্রতি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক অনুসন্ধান প্রতিবেদনের বরাত দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বাংলাদেশ ব্যাংকে জমা রাখা হয়েছিল ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের স্বর্ণের চাকতি ও আংটি, তা হয়ে আছে মিশ্র বা সংকর ধাতু। ছিল ২২ ক্যারেট স্বর্ণ, হয়ে গেছে ১৮ ক্যারেট। দৈবচয়ন ভিত্তিতে নির্বাচন করা বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত ৯৬৩ কেজি স্বর্ণ পরীক্ষা করে বেশির ভাগের ক্ষেত্রে এ অনিয়ম ধরা পড়ে।