পাকিস্তানের সংসদ নির্বাচনের ভোট গ্রহণের মধ্যেই শক্তিশালী বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছে
পাকিস্তানের সংসদ নির্বাচনের ভোট গ্রহণের মধ্যেই শক্তিশালী বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। বুধবার (২৫ জুলাই) দেশটির পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে একটি স্কুলের পাশে পুলিশ ভ্যান লক্ষ করে এ হামলা চালানো হয়। খবর ডন, জিও টিভি, সামা টিভি।
বিস্ফোরণের পর ওই স্কুলে (ভোট কেন্দ্র) ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে বলে ডনের খবরে বলা হয়েছে।
এই ঘটনায় নিহতের সংখ্যা ১৫ বলে জানিয়েছে ডন। তবে জিও টিভি অনলাইনের প্রতিবেদনে এ সংখ্যা ১৮ বলা হয়েছে আর সামা টিভি বলছে বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
আজ (২৫ জুলাই) পাকিস্তানের ১১তম সংসদ নির্বাচন। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।