মোদির আফ্রিকা সফরে সঙ্গী ২০০ গরু!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক আফ্রিকা সফর। আরও ঐতিহাসিক হয়ে উঠল ‘গরু'-র সৌজন্যে! খোলসা করা যাক বিষয়টি। আফ্রিকার তিন দেশ সফরে বর্তমানে রুয়ান্ডায় মোদি। নানা কূটনৈতিক ও অর্থনৈতিক চুক্তির মাঝেই রুয়ান্ডার একটি গ্রামকে ২০০ গরু উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী।
রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কিগামের সরকারের একটি প্রকল্প রয়েছে। প্রকল্পটির নাম গিরিংকা। এই প্রকল্পের আওতায় অতিদরিদ্র পরিবারকে বিনামূল্যে গরু দিচ্ছে সরকার। সেই প্রকল্পের আওতাতেই নরেন্দ্র মোদি ২০০ গরু উপহার দিচ্ছেন। নরেন্দ্র মোদিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি রুয়ান্ডা সফরে গেলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, রুয়ান্ডা, উগান্ডা ও দক্ষিণ আফ্রিকা সফরের মাধ্যমে আফ্রিকার দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে। কারণ ভারতের পররাষ্ট্র নীতিতে আফ্রিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মোদির এই সফরে রুয়ান্ডা এবং উগান্ডার সঙ্গে প্রতিরক্ষা ও কৃষিতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়বে। এই দুই দেশ সফরের পরে প্রধানমন্ত্রী যাবেন দক্ষিণ আফ্রিকায় বিআরআইসিএস সম্মেলনে যোগ দিতে। এছাড়া রুয়ান্ডাতে ভারতীয় দূতাবাস খোলারও পরিকল্পনা চলছে। রুয়ান্ডায় ভারতীয় হাইকমিশনার বর্তমানে থাকেন উগান্ডার কাম্পালায়।