লালমনিরহাটে মেয়ের বাল্য বিয়ের দায়ে পিতার জেল
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মেয়ের বাল্য বিয়ের দায়ে মজিবর রহমান নামে এক মেয়ের পিতার ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও পাটগ্রামের ইউএনও নুর কুতুবুল আলম এ কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্ত মজিবর রহমান ওই উপজেলার বুড়িমারী গ্রামের মৃত রফিজ উদ্দিনের পুত্র বলে জানা গেছে।
পাটগ্রাম থানার ওসি আরজু সাজ্জাদ হোসেন জানান, বুড়িমারী দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিলো। খবর পেয়ে বুধবার সকালে ইউএনও নুর কুতুবুল আলমসহ পুলিশের একটি দল ওই বিয়ে বাড়িতে অভিযান চালায়।
এ সময় মেয়ের বাল্য বিয়ের দায়ে মেয়ের পিতা মজিবর রহমানকে আটক করে পুলিশ। পরে বুধবার বিকালে মজিবর রহমানকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলেও ওই আদালতের বিচারক ইউএনও নুর কুতুবুল আলম তাকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্ত মজিবর রহমানকে লালমনিরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে।