ধুনট সরুগ্রামে দিনদিন অনুপযোগী হচ্ছে খেলার মাঠ
কারিমুল হাসান লিখন, ধুনট
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম বৃহত্তম খেলার মাঠটি দিনদিন খেলার অনুপযোগী হচ্ছে। গত ৭ জুলাই ২০১৮ শনিবার সরুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন হয়েছে। এ নির্মাণ কাজকে সামনে রেখে নির্মান উপকরন পাথর রাখা হয়েছে স্কুল মাঠে। স্কুল মাঠের ভিতর দিয়ে পাথর বোঝাই ট্রাকটর চলাচলের কারনে হাটু কাদার সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয় খেলা প্রেমীদের প্রত্যেহিক খেলাধুলায় সমস্যার সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারনে মাটি নরম থাকায় মাঠের দৃশ্যপট ক্রমশ বদলে যাচ্ছে। স্থানীয় কয়েকজন সংবাদ কর্মীদের জানান, বৃষ্টি চলাকালীন সময়ে যদি কনস্ট্রাকশনের পাথর আনা নেয়ার কাজে যতদুর সম্ভব শক্ত বা পাকা রাস্তাটা ব্যবহার করতো তাহলে মাঠের বিশ্রী দশা হতো না। মাঠটি রেজুলেশনের ভিত্তিতে ব্যবহৃত হচ্ছে কিনা এ বিষয়ে জানতে চাইলে সরুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফিরোজুল ইসলাম জানান, কনস্ট্রাকশন কাজে মাঠ ব্যবহৃত হবে এ বিষয়ে কোন রেজুলেশন করা হয়নি। স্কুলের কাজের জন্য স্কুলের মাঠ ব্যবহৃত হবে এটাই স্বাভাবিক। মাঠের ক্ষতি হতে পারে এ ধরনের কাজ হতে বিরত থেকে যদি কনস্ট্রাকশনের কাজ হয় তাহলে খেলা প্রেমী বা মাঠ শুভাকাঙ্খীদের কোন আপত্তি নেই বলে মনে করেন অনেকে।