LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ শুক্রবার| ২৬ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

বাংলাদেশ ব্যাংকের ভল্টের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সোনা হেরফের করা সম্ভব নয়।



দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে বিতর্কিত করতেই এমন বিভ্রান্তি সৃষ্টি করা হতে পারে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক।

অর্থপ্রতিমন্ত্রীও বলছেন, ভল্টের সোনার কোনো পরিবর্তন হয়নি এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। তবে, দেশের অর্থনীতির জন্য স্পর্শকাতর প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের প্রতি জনমনের আস্থা ধরে রাখতে সঠিক ঘটনা সামনে আনতে ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

বিভিন্ন সময় শুল্ক গোয়েন্দা ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটক হওয়া অবৈধ সোনা, রাষ্ট্রীয় কোষাগার হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা হয় । গেল সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দার রাখা সোনার মান বদল করার অভিযোগ ওঠে। 

সংস্থাটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরে বলা হয়, প্রায় তিন বছর আগে কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে রাখা ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি চাকতি ও আংটি সোনার বদলে মিশ্র ধাতুতে রূপান্তরিত করা হয়েছে। ৯৬৩ কেজি সোনার বাকিগুলোও বাংলাদেশ ব্যাংক নথিভুক্ত করেছে প্রকৃত মানের তুলনায় কমিয়ে। এতে সরকারের প্রায় ৩ কোটি টাকার আর্থিক ক্ষতির সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু ভল্টের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থায় এমন ঘটনা অনেকটা অসম্ভব বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে, কেউ রাতের বেলাও সেখান থেকে একটি সুঁই সরাতে পারবে না। কেউ এমনটা করতে গেলে ঢাকার প্রত্যেকটি থানায় অ্যালার্ম বেজে উঠবে। সুতরাং এখান থেকে কিছু সরানো অসম্ভব।

এক সময় বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসে ভল্ট ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা এই কর্মকর্তার মতে, কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এমন বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

মাহফুজুর রহমান বলেন,‘ ৪০ কে ৮০ লেখার মতো একটা ভুল হয়তো হয়ে গেছে। কিন্তু সেই বিষয়টিকে পাবলিক করার মানে হলো সরকারকে বিব্রত করা এবং বাংলাদেশ ব্যাংককে হেয় করা।’

দেশের আর্থিক খাতের অভিভাবক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের শীর্ষ পর্যায়ে তোড়জোড় শুরু হয় । এরইমধ্যে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে কয়েক দফা বৈঠক করেছে সরকারের বিভিন্ন মহল।

অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমি গভর্নরের সঙ্গে বিষয়টি নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। আমি জানতে চেয়েছিলাম, সবকিছু ঠিক আছে কিনা, তিনি জানিয়েছেন সবকিছু ঠিক আছে।’ 

২০১৬ সালে সুইফট কোড জালিয়াতির মাধ্যমে বড় অংকের অর্থ হারানোর পর সোনা কেলেঙ্কারির অভিযোগ কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তির জন্য বড় আঘাত বলে মনে করেন অর্থনীতিবিদরা।

সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘যে অভিযোগটা এসেছে তার তদন্ত হওয়া উচিত। কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের ফলে ব্যাংকটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এছাড়া আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের কিছুটা প্রাতিষ্ঠানিক ঘাটতি রয়ে গেছে।’

ভল্টের সোনা বদলের অভিযোগ তদন্তে নির্বাহী পরিচালক আবুল কাশেমের নেতৃত্বে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।


1