পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী
পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। শুক্রবার (২৭ জুলাই) সকালে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে, বৃহস্পতিবার (২৬ জুলাই) আনুষ্ঠানিক ফলাফল আসার আগেই এক টিভি ভাষণে নিজেকে বিজয়ী দাবি করেন সাবেক বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক।
ভাষণে মোহাম্মদ আলী জিন্নার আদর্শে নতুন পাকিস্তান গড়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ভারতের সঙ্গে কাশ্মীর ইস্যুর সমাধানের ঘোষণা দেন।
পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বুধবার (২৫ জুলাই) গণনার প্রাথমিক পর্যায়েই বিজয় উল্লাস করতে দেখা যায় ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সমর্থকদের। এরই মধ্যে অনেকে ইমরানকে 'উজিরে আজম' অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে স্লোগানও দিয়েছেন।