বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় নারী,পুরুষ ও শিশু আটক
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১ জন পুরুষ, ৪ জন নারী ও ১ শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
বৃহস্পতিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১১ টার সময় বেনাপোল চেকপোস্টে জান্নাত কওমি মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চন্দ্র বাড়ি গ্রামের রমেশ চন্দ্র দাস (৭৮), মাদারীপুর জেলার রাজৈর থানার কদমবাড়ি গ্রামের স্মৃতি বিশ্বাস (৫০) একই এলাকার সবিতা বিশ্বাস (৫০), সুজাতা বিশ্বাস (৩০) ও তার শিশু কন্যা আখি (৩) এবং নোয়াখালী জেলার লক্ষীপুর থানার ভাঙ্গাখালী গ্রামের পূর্নিমা (৩৫)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্ট দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে ১ পুরুষ, ৪ নারী ও ১ শিশু আটক করে।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।