বেনাপোলে আবারো পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তে আবারোও পরিত্যক্ত অবস্হায় ১৯৬ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
বৃহস্প্রতিবার ভোরে সীমান্তের শিকড়ি দক্ষিণ মাঠের মধ্যে থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। তবে এসময় কোন পাচারকারিকে আটক করতে সক্ষম হয়নি।
৪৯ বিজিবির অধিনায়ক সিও আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে শিকড়ি দক্ষিন মাঠে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়।এসময় বিজিবির উপস্হিতি টের পেয়ে পাচারকারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়।পরে বস্তাটি উদ্ধার করে তার ভিতরে থাকা ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উদ্ধাকৃত ফেন্সিডিল বেনাপোল কাস্টমসে জমা প্রক্রিয়া চলছে বলে জানান ওই কর্মকর্তা