হাতীবান্ধায় অগ্নিকান্ডে কৃষকের বাড়ি ভস্মিভুত
লালমনিরহাট প্রতিনিধি 4TV
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অগ্নিকান্ডে এক কৃষকের ঘরবাড়ি ভস্মিভুত হয়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েয়েছে।
শনিবার(২৮ জুলাই) দুপুরে উপজেলার টংভাঙ্গা গ্রামের কৃষক আবেদ আলীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ করে ঘরের মধ্যে আগুন দেখে চিৎকার করে উঠেন আবেদ আলীর স্ত্রী। মুহুর্তে ওই আগুন আশাপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করেন। এরই মধ্যে ওই বাড়ির আসবাবপত্রসহ ধান, চাল, হাঁস মুরগী, কবুতরও পুড়ে ভুষ্মিভূত হয়। এতে প্রায় আড়াই লাক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি।
হাতীবান্ধা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফৌরদৌস আহমেদ জানান, ঘটনাটি শুনেছি তদন্ত করে পুর্নবাসনে সরকারী ভাবে সহযোগিতা করা হবে।