টাঙ্গাইলে কারারক্ষিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
অন্তু দাস হৃদয়, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেলা কারাগারের এক কারারক্ষিসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০’শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
পৃথক দু’টি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় বলে শুক্রবার সংবাদ সম্মেলনে জানান টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান।
গ্রেফতারকৃতরাÑ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছলিম উদ্দিনের ছেলে টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী আব্দুল জলিল, দেলদুয়ার উপজেলার কুপাখী প‚র্বপাড়া এলাকার মৃত লেবু মিয়ার ছেলে খাইরুজ্জামান (৩৮), মির্জাপুর উপজেলার পাকুল্লা এলাকার মৃত মোস্তাক মিয়ার ছেলে বোরহান মিয়া (২৬) এবং বাগেরহাটের মংলা বন্দর এলাকার মৃত ইব্রাহিমের মেয়ে নদী খাতুন (২৪)।
তিনি আরো জানান, টাঙ্গাইলের কান্দা পাড়া পতীতা পল্লীর ভিতরের মাদক দ্রব্য কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবা গত রাতে টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আব্দুল কুদ্দুস মৃদা এবং (এস.আই) বাশার মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। এ সময় তিন জনকে গ্রেফতার করা হয়।
পরে, তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ম‚ল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যসায়ার সাথে জড়িত।
অপর দিকে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে শহরের ডিস্ট্রিক গেইট এলাকায় অভিযান চালায়।
এ সময় কারারক্ষী (টাঙ্গাইল জেলা পুলিশ) আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।