বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমান ফেনসিডিল ও রুপা আটক
শহিদুল ইসলাম,বেনাপোলপ্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা।
শনিবার (২৮ জুলাই)রাত সাড়ে ৯টার সময় শিকড়ী মাঠ থেকে এ ফেনসিডিল আটক করে বিজিবি।
অপর দিকে একই সময় বেনাপোল থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী পরিবহন তল্লাশি করে ৪কেজি ২০০ গ্রাম রুপা আটক করেছে আমড়াখালি চেকপোষ্ট টহলরত বিজিবি সদস্যরা । তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়নি।
৪৯ বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল এনে শিকড়ী বটতলা মাঠে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৫৯৬বোতল ফেন্সিডিল আটক করা হয়। অপরদিকে বেনাপোল আমড়াখালী চেকপোষ্টে অভিযান চালিয়ে ৪কেজি ২০০ গ্রাম রুপা আটক করা হয়। বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারী পালিয়ে যায়। আটক ফেনসিডিল ও রুপা যশোর ব্যাটালিয়নের পাঠানো হবে বলে তিনি জানান।