ভারতের টিভি চ্যানেল জি-বাংলার সারেগামাপা তে ইয়েস কার্ড পেয়েছেন গাংনীর মাকসুরাতুম লাজ
এম এ লিংকন,মেহেরপুর
মেহেরপুরের গাংনী উপজেলা শিল্পকলা একাডেমরি কৃতি ছাত্রী মাকসুরাতুম লাজ ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল জি-বাংলার সারেগামাপা অনুষ্ঠানে ইয়েস কার্ড পেয়েছে।
গত শুক্রবার (২৭ জুলাই) ঢাকার উত্তরা দিয়া বাড়িতে অডিশন সমাপ্ত হয়। প্রাথমিক অডিশনে দেশের বিভিন্ন স্থানের তিন হাজার প্রতিযোগী অডিশন রাউন্ডে অংশ নেন। এর মধ্যে বিচারক ও জিটিভি কর্তৃপক্ষ ১০০ জনকে ইয়েস কার্ড প্রদান করেছেন। লালন সংগীত গান উপস্থাপন করে গাংনীর মাকসুরাতুম লাজ তার কৃতিত্ব দেখিয়েছেন। মাকসুরাতুম লাজ গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের খাইরুল ইসলামের মেয়ে।
সে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর বাংলাদেশের একমাত্র সংগীত কলেজ ঢাকা সরকারী সংগীত কলেজে লেখাপড়া করছে। মাকসুরাতুম লাজের গাংনী উপজেলা শিল্পকলা একাডেমরি প্রশিক্ষক ওস্তাদ রতন সরকার ও সেলিম রেজা জানান, লাজের কন্ঠে অসাধারণ সুর রয়েছে।
আমি বিশ্বাস করি লাজ শুধু বাংলাদেশেই নয়, সে তার কন্ঠের সুরের যাদু দেশের বাইরেও ছড়াতে পারবে। সে শুধু লালন গীতিই নয়, আধুনিক, ফোক, নজরুল গীতি, রবিন্দ্র্র সংগীতসহ সকল ধরনের গান সে গাইতে পারে অসাধারণভাবে।
এদিকে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থী মাকসুরাতুম লাজ ইন্ডিয়ার জিটিভি’র জনপ্রিয় অনুষ্ঠান সারেগামাপা’তে ইয়েস কার্ড পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন, গাংনী শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, সাধারণ সম্পাদক উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম, বিশিষ্ট সাস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম স্যার, গাংনী টাইমস ডটকমের সম্পাদক আমিরুল ইসলাম অল্ডাম, বার্তা সম্পাদক রাশিদুল ইসলাম বোরহান, সাংবাদিক জুলফিকার আলী কানন সহ সংগীত অনুরাগীবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন।