দেশের বন্যা ও খরাপ্রবণ এলাকায় কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে :কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দেশের বন্যা ও খরাপ্রবণ এলাকায় কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। রোববার (২৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বিএআরসি আয়োজিত এক কর্মশালায় বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, গবেষণার মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকায় চাষ উপযোগী উন্নত মানের ভুট্টা, তেলবীজ ও ডালের জাত বের করতে হবে। পাশাপাশি পানি ও মাটির পুষ্টি ব্যবস্থাপনা এবং কৃষিতে যান্ত্রিকীকরণ করা গেলে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
ইতোমধ্যে অস্ট্রেলিয়া সরকারের সহয়তায় কৃষি গবেষণা কাউন্সিল ও অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ যৌথভাবে গবেষণা শুরু করা হয়েছে বলে জানান বিএআরসি কর্তৃপক্ষ। এছাড়া লবণাক্ত সহিষ্ণু ভুট্টার জাত তৈরিতে কাজ চলছে বলেও জানানো হয়। কর্মশালায় বিদেশী সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন অঞ্চলের কৃষি কর্মকর্তারা অংশ নেন।
ইতোমধ্যে অস্ট্রেলিয়া সরকারের সহয়তায় কৃষি গবেষণা কাউন্সিল ও অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ যৌথভাবে গবেষণা শুরু করা হয়েছে বলে জানান বিএআরসি কর্তৃপক্ষ। এছাড়া লবণাক্ত সহিষ্ণু ভুট্টার জাত তৈরিতে কাজ চলছে বলেও জানানো হয়। কর্মশালায় বিদেশী সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন অঞ্চলের কৃষি কর্মকর্তারা অংশ নেন।