আজ ঘোষিত হচ্ছে জুলাই থেকে ডিসেম্বরের মুদ্রানীতি
আজ ঘোষণা হতে যাচ্ছে ২০১৮-১৯ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি।
মঙ্গলবার (৩১ জুলাই) সকালে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে চলতি অর্থবছরের প্রথমার্ধের এ মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। গত অর্থবছরের জানুয়ারি থেকে জুন মেয়াদের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ধরা হয়েছিলো ১৬ দশমিক ৩ শতাংশ।
মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছিলো ৬ শতাংশ। মোট জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিলো ৭ দশমিক ৪ শতাংশ। চলতি বছর জাতীয় নির্বাচনের কারণে কালো অর্থের প্রবাহ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে প্রতিবছর ২ বার মুদ্রানীতি প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক।