বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এর কার্যক্রম শুরুর মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে :প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এর কার্যক্রম শুরুর মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- এখন থেকে এর গ্রহীতাদের কাছে স্যাটেলাইটের সেবা পৌঁছে যাবে।
মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে স্যাটেলাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন-স্বাস্থ্য, শিক্ষসহ নানা সুবিধা মিলবে এই স্যাটেলাইট থেকে। অনুষ্ঠানের প্রধানমন্ত্রী আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন- মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে বঙ্গবন্ধুর নাম প্রতিস্থাপন করেছে বাংলাদেশ।
পৃথিবী থেকে সাড়ে ২২ হাজার কিলোমিটার দূরে মহাকাশে ১১৯ দশমিক ১ ডিগ্রী পূর্ব দ্রাঘীমার কক্ষপথে প্রতিমিনিটে ১০০ কি. মি বেগে লাল সবুজের চিহ্ন নিয়ে প্রতিনিয়ত ছুটে চলেছে দেশের একমাত্র কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
গেলো ১২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে যোগাযোগধর্মী এই কৃত্রিম উপগ্রহ বা জিও স্টেশানারি মহাকাশে পাঠাতে সক্ষম হয় বাংলাদেশ।
কারিগরিভাবে উপগ্রহটির কার্যকারিতা শুরু উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করে সরকার। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে বঙ্গবন্ধুর নাম প্রতিস্থাপন করা হয়েছে। তিনি জানান দেশে আর ডিজিটাল বৈষম্য থাকবে না।