সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক সাভার :
সড়ক-মহাসড়কে পরিবহন মালিক ও শ্রমিকদের দৌরাত বন্ধ, নিরাপদ সড়ক ও দুই শিক্ষার্থী হত্যার বিচারের দাবীতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
বুধবার দুপুর পৌনে তিনটার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসুচি পালন করে। এসময় শিক্ষার্থীরা হাতে বিভিন্ন ব্যানার-প্লেকার্ড নিয়ে নৌ মন্ত্রীর অনৈতিক বক্তব্যের প্রতিবাদ জানান।
সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন স্কুল কলেজের কয়েক হাজার শিক্ষার্থীরা অবরোধ কর্মসুচীতে অংশ গ্রহন করে। পরে শিক্ষার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের মুল ফটকের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে সেখানে কিছু সময় অবস্থান নেওয়ার পর নবীনগরের দিকে চলে যেতে দেখা যায় শিক্ষার্থীদের। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছালেও কোন ধরনের অপ্রিতীকর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।