ঈদ-উল-আযহা’কে সামনে রেখে ভ‚ঞাপুর গোবিন্দাসী গরুর হাটে প্রায় ৫ লাখ টাকা রাজস্ব আদায়
অন্তু দাস হৃদয়, টাঙ্গাইল প্রতিনিধি
দেশের দ্বিতীয় বৃহত্তর টাঙ্গাইলে ভ‚ঞাপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাটে সরকারি রাজস্ব বেড়েছে। গত ২০১৭ বছরের তুলনায় এ বছর প্রায় ৫ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করে বৃহৎ এই গরুর হাট ইজারা দিয়েছে ভ‚ঞাপুর উপজেলা প্রশাসন। অন্যদিকে, ভ‚ঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ গরুর হাট উন্নয়নে বিভিন্ন কাজ শুরুর উদ্যোগ নিয়েছেন বলে জানাযায়।
এতে, স্থানীয় ও বিভিন্ন প্রান্ত থেকে আসা গরু ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও রোববার গরুর হাট বসে। জানা গেছে, ভ‚ঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ যোগদানের পর থেকেই দেশের বৃহৎ গোবিন্দাসী গরুর হাট উন্নয়নে বিশেষ ভ‚মিকা গ্রহন করেছেন।
গরুর হাট উন্নয়নে মাটি ভরাট, গেট নির্মাণ, অফিস ঘর, ডোগা, লাইটিং ব্যবস্থা, বাউন্ডারী নির্মাণসহ বিভিন্ন প্রকল্প তৈরি কাজ শুরু করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে আসা গরু ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বেশি রাজস্ব আদায় করে ভ‚ঞাপুরের গোবিন্দাসী হাট ইজারা দেয়া হয়েছে।
সামনে ঈদ-উল-আযহার পূর্বে সাময়িক ভাবে উন্মক্ত নিলামের মাধ্যমে ১২ টি হাটের জন্য প্রায় ৫ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করে ৪৭ লাখ ১০ হাজার টাকা ইজারা দেয়া হয়েছে। যা গত বছরে সাময়িক ভাবে ১২ হাটের ইজারা দেয়া হয়ে ছিল ৪২ লাখ টাকা। এ বছর বিভিন্ন প্রতি কুলতার বিপরীতে হাট বাজারে বিভিন্ন উন্নয়নের কাজের মাধ্যমে এ (২০১৮) বছর রাজস্ব বেড়েছে প্রায় ৫ লাখ টাকা।
এ দিকে ভ‚ঞাপুর গোবিন্দাসী গরুর হাটের ইজারাদার হাসান আহমেদ জানান, এ বছর হাট-বাজারে বিভিন্ন উন্নয়নের কারনে হাটে দুর-দুরান্ত থেকে গরুর পাইকাররা আসছে। হাটের পরিবেশ ভাল হওয়ায় গত বছরের তুলনায় এ বছর বেশি রাজস্ব সরকারকে দিয়ে হাট ইজারা নেয়া হয়েছে। তা ছাড়া এই হাটকে কেন্দ্র করে স্থানীয় অনেক লোকজনের জীবিকা নির্বাহ করছে। এ প্রসঙ্গে, ভ‚ঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, গত (২০১৭) বছরের তুলনায় এ বছর গোবিন্দাসী গরু হাটে সরকারি রাজস্ব বেড়েছে। এ ছাড়া হাট উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহন করে কাজ শুরু করা হয়েছে।