বগুড়ায় এইমস্ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন
এম তাজুল ইসলাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় স্বেচ্ছাসেবী এইমস্ ফাউন্ডেশন এর দ্বিতীয় প্রতিষ্ঠা পালিত হয়েছে। শুক্রবার বিকালে নাড়–লী উত্তরণ উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সুবিধা বঞ্চিত ১০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক আসিফ ইমতিয়াজ স্বাগতের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মাছুদুর রহমান হেলাল। বক্তব্যে তিনি বলেন, পয়সার অভাবে কোন শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হয়ে যাবে তা কখনো হতে পারে না? আমাদের স্বোচ্ছাসেবী ফাউন্ডেশন এইমস মতো গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে নেবার জন্য স্বদিচ্ছায় তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সহকারি নির্বাহী পরিচালক সঙ্গীতা মৌসুমী সুমনা, উত্তোড়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী, বগুড়া সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মোজাম্মেল হোসেন। নাট্যকর্মী সিজুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছ বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক মেহেদী হাসান।
এসময় বয়স্কদের পুর্ণবাসন, মধ্যবয়সী নারী ও পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, শীতার্থদের মাঝে কম্বল বিতরণ, প্রাকৃতিক দুযোর্গ দুর্গতদের মাঝে দ্রুত সাহায্য প্রদান, প্রতিবন্ধী, এসিডদগ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোন রকমের সাহায্য প্রদান সহ বিভিন্ন কর্মসূচী তুলে ধরা হয়। এমন সংগঠনকে সামানের দিকে এগিয়ে নিতে সার্বিক সকলের সহযোগিতা কামনা করা হয়।