চট্টগ্রামে পরিবহণ শ্রমিকদের ধর্মঘট, সাধারণ যাত্রীদের ভোগান্তি।
মোঃ আজম খাঁন মোঃ ফেরদৌস চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের বিভিন্ন স্থানে আজ ( ৩ই আগস্ট) কাল থেকেই পরিবহন শ্রমিকদের ধর্মঘটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাজধানীতে সড়ক দূর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হওয়ায় সারা দেশে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে লাইসেন্সবিহীন পরিবহণ চলাচলে বাধাগ্রস্থ হয়।
আন্দোলনে বিভিন্ন পরিবহণের লাইসেন্স ছিনিয়ে নেয়া হয়েছিলো বলে মালিক সমিতির সদস্যরা অভিযোগ জানায়। বাস, মিনিবাস হিউম্যান হুলার মালিক সমিতির ১ ও ২ নং রুডের সভাপতি জানায় - বিভিন্ন পরিবহণ ও পরিবহণ শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। নগরের বিভিন্ন স্থানে পরিবহণ শ্রমিকরা অবস্থান নিয়ে চালকদের যানবাহন বের না করার জন্য অনুরোধ জানায়। নগরের কালুরঘাট এলাকায় অবস্থান নিয়ে শ্রমিকরা ছিনিয়ে নেওয়া লাইসেন্স ফেরত দেওয়ার ব্যাপারে জোর দাবী জানান।এ ব্যাপারে প্রশাসনের কাছে জানতে চাইলে চট্টগ্রাম চান্দগাঁও থানার কর্মকর্তা ফয়েজুর জানান- প্রশাসন উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে জনসাধারনের নিরাপত্তার স্বার্থে চান্দগাঁও থানা এলাকায় নিরাপত্তা জোরদার করেছি এবং পরিবহন মালিক সমিতির কালুরঘাট শাখার সভাপতি জাহাঙ্গীর আলমকে সড়কে জনগনের ক্ষতিসাধন যেন না ঘটে তার নির্দেশ দিয়েছেন।