কালীগঞ্জে যুবককে হত্যার অভিযোগ
লোকমান হোসেন পনির, কালীগঞ্জ (গাজীপুর)
কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের পিয়াস নন্দী (১৯) নামে এক যুবককে শ^াসরোধ অবস্থায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার বিকেলে চক জামালপুর বারৈপাড়া এলাকার শীতলক্ষ্যা নদী ঘেঁষা শ্মশানখলার উত্তরপাশের্^ কড়াই গাছের নিচ থেকে ওই যুবকের মৃতদেহ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় তার লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত পিয়াস নন্দি চক জামালপুর বারৈপাড়া এলাকার মৃত মৃদুল নন্দির ছেলে। সে খলাপাড়া এলাকায় এবিএল কোম্পানীতে কাজ করতো। হত্যার ঘটনার সম্বন্ধে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতানউদ্দিন আহমেদ খান বলেন, নিহত পিয়াসকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে।
তার গলার নিচে আঘাতের কালো দাগের চিহৃ রয়েছে। তার ডান কান দিয়ে রক্ত বের হয়। তার ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে সন্দেহজনক দুইজন যুবককে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন বাহাদুরসাদী ইউনিয়ন খলাপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে ফারুক (২৫) ও বাশাইর গ্রামের হযরত আলীর ছেলে হারুন (২২)। নিহতের চাচাতো ভাই শুভ জানায়, গত শনিবার এবিএল কোম্পানীর কাজ শেষ করে সন্ধ্যায় বের হয়ে বাড়িতে ফিরে যায়।
সন্ধ্যার পর কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর সে আর বাড়িতে ফিরে আসেনি। গতকাল রোববার দুপুরে এ সংক্রান্ত বিষয়ে নিহতের বড় ভাই পাভেল নন্দি বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়রি করেন। বিকেলে তার মৃতদেহ শ্মশানখলার উত্তরপাশের্^ কড়াই গাছের নিচে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।