আগামীতে অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রসার ঘটবে-মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ :
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে বাংলাদেশে অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রসার ঘটবে।
বাংলাদেশের সাংবাদিকদের নতুন ধারার সাংবাদিকতার সাথে খাপখাইয়ে নিতে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া নীতিমালা তৈরী করেছি।
সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান বৃদ্ধিতে বঙ্গবন্ধু ১৯৭৪ সালে প্রেস কাউন্সিল এ্যাক্ট প্রণয়ন করেন। এখন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাংবাদিকদের সব রকম সুরক্ষা দিয়ে যাচ্ছি।
শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সার্কিট হাউসে জেলার কর্মরত সাংবাদিকদরে সাথে প্রেস কাউন্সিলের আইন ও আচরণ বিধি সম্পর্কিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ দিন দিন প্রিন্ট মিডিয়ার সার্কুলেশন কমছে।
আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে এখানে প্রিন্ট মিডিয়া সংকটে পড়ে যেতে পারে। তিনি এ প্রসঙ্গে ইন্ডিয়ার উদারহণ টেনে বলেন, সেখানে আনন্দ বাজার পত্রিকার সার্কুলেশন সম্প্রতি কালে অনেক বৃদ্ধি পেয়েছে। গবেষণায় দেখা গেছে পশ্চিমবঙ্গের সব বয়সের মানুষ প্রচুর পড়াশোনা করেন। এ কারণে সেখানে পত্রিকার সার্কুলেশন বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশেও সব বয়সের মানুষ পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করলে প্রিন্ট মিডিয়ায় ধ্বস নামবেনা বলে আশাবাদ ব্যক্ত করেন অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
এ মত বিনিময় সভায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল বাকী, জেলা তথ্য কর্মকর্তা মো: হাসিবুল হাসান, প্রেসক্লাব গোপালগঞ্জের সাধারণ সম্পাদক সৈয়দ মুরাদুল ইসলাম, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, এনটিভির স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাত, চ্যানেল টুয়েন্টিফোরের গোপালগঞ্জ প্রতিনিধি রাজিব আহমেদ রাজুসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এছাড়া মত বিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন।