সড়ক দুর্ঘটনায় ‘ইচ্ছাকৃত হত্যা’ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড
সর্বোচ্চ পাঁচ বছরের সাজা এবং পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে সড়ক পরিবহন আইন-২০১৮ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ইচ্ছাকৃত হত্যা সংঘটিত হলে তদন্ত সাপেক্ষে গাড়ির চালকের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা যাবে। সোমবার (০৬ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
আইনে যানবাহনের চালক, হেলপার ও সুপারভাইজারের কর্মঘণ্টা নির্ধারণ করার কথা বলা হয়েছে। সরকারি গেজেটের প্রজ্ঞাপন দিয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। সড়ক দুর্ঘটনায় কারো মৃত্যু হলে তার উত্তরাধিকার আর্থিক সহায়তা তহবিল থেকে ক্ষতিপূরণ পাবে।
একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আর্থিক তহবিলের টাকা সরকার কর্তৃক অনুদান, মোটরযানের মালিকের কাছে চাঁদা, জরিমানার টাকাসহ বিভিন্ন উৎস থেকে নেয়া হবে। সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব