'বিআরটিএ দালালমুক্ত হবে কিনা নিশ্চিত নই, তবে কমবে'
বিআরটিএ অফিস দালাল মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয় পরিদর্শন করে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিআরটিএ কার্যালয়ে আগে জনবল একদম কম ছিল এবং সেখানে অফিস সহকারী পর্যন্ত দুর্নীতি পরায়ণ ছিল। এখন দুর্নীতি অনেকটা কমে গেছে বলেও দাবি করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, 'অনেকেই অস্থির হয়ে পড়ছে যে, আর বোধহয় পার পাওয়া যাবে না। সেজন্য ছুটছে। গাড়ির মালিকরা আসছেন, শ্রমিকরা আসছেন।'
এই মেয়াদেই বিআরটিএ সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হবে কিনা? এবং দালালদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে মন্ত্রী বলেন, আই এম নট শিউর। আমি এটুকু বলতে পারি এটা ক্রমান্বয়ে আরও কমবে।'