নারী এমপিদের আলাদা হোস্টেল নির্মাণের সুপারিশ
সংসদের ৫০ জন সংরক্ষিত নারী এমপি রয়েছেন। কিন্তু তাদের জন্য কোনো হোস্টেল নাই। আছে সরাসরি নির্বাচিত এমপিদের জন্য। তাই নারী এমপিদের জন্য আলাদা হোস্টেল নির্মাণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে ঢাকা শহরে নির্মিত বহুতল ও কমার্শিয়াল ভবনগুলো নির্ধারিত বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হয়েছে কিনা তা মনিটরিং করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. দবিরুল ইসলাম। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাধন চন্দ্র মজুমদার, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী ও নূরজাহান বেগম বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি দবিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সংরক্ষিত নারী এমপিদের জন্য আলাদা কোনো হোস্টেল নাই। তাই নারী এমপিদের জন্য হোস্টেল নির্মাণের সুপারিশ করা হয়।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, সংসদ ভবনের উল্টো দিকের এমপি হোস্টেল বা ন্যাম ভবন হতে সংসদ ভবন এলাকায় যাতায়াতের জন্য জাতীয় সংসদ ভবনের মূল নকশা ঠিক রেখে একটি আন্ডারপাস নির্মাণে করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।