দূতাবাস থেকে বিবৃতি, দুঃখজনক: ইনু
শিক্ষার্থীদের আন্দোলনে মদদ দিয়েছে বাইরের মানুষ—শিশুদের ওপর কোনো হামলা হয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মার্কিন দূতাবাসসহ যে ৯টি দূতাবাস বিবৃতি দিয়েছে তা খুব দুঃখজনক—এ কথা জানিয়ে ইনু বলেন, এই বিবৃতির মধ্য দিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করছে তারা।
এটা নাকচ করে দিচ্ছি এ বিবৃতি প্রত্যাহার করার কথা বলা হবে জানান তিনি।
আর জাতিসংঘ যে বিবৃতি দিয়েছে তা অনভিপ্রেত—এ ধরনের বিবৃতি থেকে বিরত থাকতে আহ্বান জানান তিনি।
এ সময় ইনু বলেন, যারা পুলিশের সঙ্গে সংঘর্ষ করেছে তাদের চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মার্কিন দূতাবাস ও জাতিসংঘের বিবৃতির জবাব শিগগিরই চিঠি আকারে পাঠানো হবে বলে ইনু।
সাংবাদিকদের ওপরে হামলা দুঃখজনক— স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেয়া হয়েছে-সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
সাংবাদিকদের ওপর হামলার সকল ছবি সকল গোয়েন্দা বিভাগে দেয়া হয়েছে, ভবিষ্যতে যাতে না হয় সেজন্য সজাগ থাকবেন তারা জানান মন্ত্রী।