বেনাপোলে ইউএস ডলারসহ পাচারকারী আটক
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে ৪০ হাজার ইউএস ডলারসহ জিসান শেখ (৩৫) নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।
মঙ্গলবার (৭ আগস্ট)সকাল ১১টার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পার হওয়ার পর প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।
আটক পাচারকারী জিসান শেখ ভারতের ২৪ পরগনার ইকবালপুর এলাকার মোশারফের ছেলে।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, সকালে জিসান ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে আসেন। পরে ব্যাগেজ তল্লাশির কাজ শেষে পার হওয়ার পথে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যদের সন্দেহ হলে তার শরীর তল্লাশি করেন। এক পর্যায়ে ওই যাত্রীর পায়ে জুতার মধ্যে থেকে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার করে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস গোয়েন্দা অফিসের রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক বৈদেশিক মুদ্রাসহ পাচারকারীকে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।