শ্রীপুরে ছিনতাইকৃত প্রাইভেটকারসহ আটক ১
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামে চালককে মারধর করে প্রাইভেট কার ছিনতাই করার সময় ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ছিনতাইকারী সুমন মিয়া (২৭) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কুজরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার রাত তিনটায় উপজেলার মাওনা উত্তর পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুক্তাদির হোসেনের বাড়ী থেকে প্রাইভেটকার ছিনতাইয়ের চেষ্টাকালে চালককে মারধর করে পালানোর সময় অন্য একটি ছিনতাইকরা প্রাইভেটকারসহ আটক করে স্থানীয়রা।
বীর মুক্তিযোদ্ধা মুক্তাদীর হোসেনের ছেলে মাসুম বিল্লাহ্ জানান, তার প্রাইভেটকার চালক রিপন মিয়া (২৪) সোমবার দিবাগত রাতে বাড়ির গ্যারেজে গাড়ী রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৪ ছিনতাইকারী প্রাইভেটকারের দরজা খোলার চেষ্টা করে।
এসময় চালক রিপন এগিয়ে এসে ছিনতাইকারীদের প্রতিহত করার চেষ্টা করলে তাকে মারধর করে। তার চিৎকার শুনে প্রাইভেটকার মালিক মাসুম ঘর থেকে বাহিরে আসলে আহত চালককে নিয়ে গাড়ীসহ ছিনতাইকারীদের পিছু নেয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড়ে স্থানীয়দের সহায়তায় এক ছিনতাইকারী ও ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকার সহ একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এসময় তাঁর সাথে থাকা আলী আজগর মৃধা (২৩) আহত হন। পরে অন্য বাকী ছিনতাইকারী ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারীসহ একটি প্রাইভেটকার থানা নিয়ে আসা হয়েছে। ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকারটি ঢাকার ধামরাই উপজেলার উত্তরপাতা গ্রামের আলী হোসেনের ছেলে ফিরোজ কবিরের।
প্রায় আড়াই মাস আগে ৩/৪জন যাত্রী সেজে শ্রীপুরের তেলিহাটি এলাকায় যাওয়ার জন্য তার প্রাইভেটকার ভাড়া নেয়। পরে ওই এলাকার শিশু পল্লী রোডে চালক হৃদয়কে অস্ত্রের ভয় দেখিয়ে প্রাইভেটকার (ঢাকা মেট্রো-৩১-০৭০৬) থেকে ফেলে দিয়ে গাড়ী নিয়ে চলে যায়। এ ঘটনায় প্রাইভেটকার মালিক অজ্ঞাত ছিনতাইকারীদের নামে শ্রীপুর থানায় মামলা দায়ের করে।