টাঙ্গাইলে শিক্ষক দম্পতি হত্যাকান্ডে গ্রেফতারকৃত আসামি তিন দিনের রিমান্ড মঞ্জুর
অন্তু দাস হৃদয়, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামে বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রী কল্পনা রানী দাসের হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত শয়ান মিয়াকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন টাঙ্গাইল আদালত।
টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা এই রিমান্ড মঞ্জুর করেন।
টাঙ্গাইলের আদালত (পরিদর্শক) আনোয়ারুল ইসলাম বলেন, শয়ানকে গত বুধবার (১ আগস্ট) টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।
পরে, রিমান্ড শুনানির জন্য গতকাল (৬ আগস্ট) দিন ধার্য করেন আদালত। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামি শয়ান মিয়া টাঙ্গাইল সদর উপজেলার সালিনা গ্রামের আমানত আলীর ছেলে।
পুলিশ সূত্রে, শয়ান মিয়া অনেক দিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ মামলায় এর আগে গ্রেফতার হওয়া রসুলপুর গ্রামের জাহিদুল ইসলাম এবং পার্শ্ববর্তী শালিনা গ্রামের ফরহাদ এ হত্যাকা-ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে গত (১৩ মে) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সেখানে এই হত্যাকান্ডে শয়ান জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে।
এ ছাড়াও এ মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহত শিক্ষক অনিল কুমার দাসের বৈমাত্রেয় ভাই স্বপন কুমার দাস (৪৬) এবং খোকন ভূইয়া (৪৭) ও মঞ্জুরুল ইসলাম মিঞ্জুকে (৩৬) গ্রেফতার করে। এরা সবাই বর্তমানে টাঙ্গাইল কারাগারে আছেন।
উল্লেখ্য, গত ২০১৭ সনের (২৭ জুলাই) বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামে নিজ বাড়ির সেপটিক-ট্যাংক থেকে স্থানীয় বাছিরন নেছা হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার দাস ও তাঁর স্ত্রী কল্পনা রানী দাসের লাশ উদ্ধার করে পুলিশ।
পরদিন, নিহত শিক্ষক দম্পতির ছেলে নির্মল কুমার দাস বাদী হয়ে টাঙ্গাইল সদর মডেল থানায় হত্যামামলা দায়ের করেন।