টাঙ্গাইলে হেরোইনসহ গ্রামীন ট্রাভেলের বাসচালক গ্রেফতার
অন্তু দাস হৃদয়, টাঙ্গাইল প্রতিনিধি
হিরোইনসহ গ্রামীন ট্রাভেল নামের (ঢাকা মেট্রো ব-১৫-৩০৩৮) বাসের চালক ও বাস আটক করেছে টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা।
এ সময় দু’টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এক প্রেসবিফিং এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে র্যাবের একটি দল ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাফিক বক্সের উত্তর পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
এ সময় যাত্রীবাহী বাস গ্রামীন ট্রাভেলকে চ্যালেঞ্জ করে তল্লাশী চালানো হয়। এক পর্যায়ে গ্রামীন ট্রাভেল গাড়ীর ড্রাইভার মোঃ শফিকুল ইসলামের কাছ থেকে ২৯০ গ্রাম হিরোইন ও দু’টি মোবাইল ফোন জব্দ করে। বর্তমানে বাজার মূল্য ২৯ লক্ষ টাকা বলেও তিনি জানান।
তিনি আরো জানান, মাদক দ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত গাড়ীটি আটকসহ এর চালক চাঁপাই নবাবগঞ্জ থানার মহারাজুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত- শফিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে মাদক দ্রব্য হিরোইন অবৈধ ভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ অন্যান্য এলাকার মাদকের খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল বলেও তিনি সাংবাদিকদের জানান।