ঝিনাইদহে আত্মহত্যা ও বাল্যবিয়ে প্রতিরোধে আত্মকর্মসংস্থান মুলক প্রশিক্ষণের সমাপণী
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ
ঝিনাইদহে আত্মহত্যা ও বাল্যবিয়ে প্রতিরোধে ৪ দিন ব্যাপী নারীদের আত্মকর্মসংস্থান মুলক প্রশিক্ষণ শেষ হয়েছে। জাইকার অর্থায়নে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা পরিষদ।
এতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৬ জন স্বামী পরিত্যাক্ত, বিধবা ও হতদরিদ্র নারীদের ব্লক বাটিক ও প্যাকেজিং এর উপর প্রশিক্ষণ প্রদাণ করা হয়। বৃহস্পতিবার সমাপণী দিনে সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম।
অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্প প্রতিনিধি আরিফুজ্জামান। আলোচনা সভা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণ শেষে তারা নিজেরা আত্মকর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও প্রশিক্ষণ প্রদাণ করে সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।