ব্যক্তি, পেশা ও অবস্থান নির্বিশেষে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
ব্যক্তি, পেশা ও অবস্থান নির্বিশেষে ট্রাফিক আইন লঙ্ঘনকারী ব্যক্তি যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
শনিবার (১১ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সড়কে ট্রাফিক আইন আরো জোরদার করার লক্ষে ট্রাফিক সপ্তাহ ৩ দিন বাড়ানোর কথাও জানান ডিএমপি কমিশনার।
আসাদুজ্জামান মিয়া বলেন, ‘যিনি ট্রাফিক আইন লঙ্ঘন করবেন তার বিরুদ্ধে আমরা দ্ব্যর্থহীন ভাষায় ট্রাফিক আইন প্রয়োগ করবো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য।’
সড়কে কোনো ধরণের বিশৃঙ্খলা আর বরদাশত করা হবে না বলেও জানান তিনি।
কমিশনার বলেন, কিভাবে শিক্ষার্থীদের এই আন্দোলনে অনুপ্রবেশ করিয়ে ধংসাত্মক পরিবেশ তৈরি করা হবে, সেসব তথাকথিত দায়িত্বশীল নেতার অডিওতে বিষয়গুলো উঠে এসেছে। অনেককেই আমরা চিহ্নিত করেছি। যারা প্রপাগান্ডা ছড়িয়ে জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করেছে এবং আগামীতেও যেন এমন সুযোগ না নিতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।