জয়া আহসান এই মুহূর্তে কলকাতার অভিনয় জগতে জনপ্রিয় তারকাদের শীর্ষে তার নাম।
জয়া আহসান। এই মুহূর্তে কলকাতার অভিনয় জগতে জনপ্রিয় তারকাদের শীর্ষে তার নাম। ২০১৩ সালে আবর্ত দিয়ে কলকাতার চলচ্চিত্রে নাম লেখান ব্যাচেলর, গেরিলা, চোরাবালির অভিনেত্রী জয়া। এরপর একটি ভুতের গল্প, রাজকাহিনী, ঈগলের চোখ, ভালোবাসার গল্প, বিসর্জন থেকে হালের ক্রিসক্রস।
যে কোনো চরিত্রের সঙ্গে মানিয়ে নিয়ে পর্দায় হাজির হয়েছেন এক-এক নামে, চেহারায়-গুণে। সেই জয়া আহসান-কে নিয়ে কলকাতার তারকারাও এখন মুগ্ধ। সময় টেলিভিশনের ক্যামেরায় সেই মুগ্ধতার ছ’টা তুলে এনেছেন সৌমেন রায় চৌধুরী।
২০১৩ সাল থেকে মাত্র-পাঁচ বছর কলকাতার অভিনয় জগতে ক্যারিয়ার। কিন্তু তাতেই সাফল্যের মধ্যমণি হয়ে উঠেছেন অভিনেত্রী জয়া আহসান। আবর্ত দিয়ে শুরু সাফল্যের এই দৌড়ে যুক্ত হচ্ছে নতুন-নতুন চলচ্চিত্র। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কৌশিক গঙ্গোপাধ্যায়ের বিসর্জনের দ্বিতীয় পর্ব বিজয়াতেও পদ্মা হালদার চরিত্রে অভিনয় করছেন জয়া।
এরই মধ্যে শুক্রবার (১০ আগস্ট) মুক্তি পেলো বিরসা দাসগুপ্তের 'ক্রিসক্রস'। জয়া এই ছবিতে অভিনয় করেছেন সিস সেনের ভূমিকায়, একজন ফ্রাসট্রেডেট নারীর চরিত্রে। -সমাজের চারটি শ্রেণি থেকে উঠে আসা, চার মানসিক গঠনের তৈরি নারীর জীবনগাঁথা নিয়েই এই চলচ্চিত্রটি। তবে, সব কিছু ছাপিয়ে এখানেও সেই জয়া-ময়তাই স্পষ্ট।
ক্রিসক্রসের বিরসা দাসগুপ্ত পরিচালক সময় নিউজকে বলেন, ‘জয়ার সঙ্গে আগেই বন্ধুত্ব ছিল। এবার প্রথম কাজ করছি ওর সঙ্গে। দারুণ অভিজ্ঞতা। কাজ করলে বন্ধুত্ব আরও বেড়ে যায়। আমি আরো অনেক বার ওর সঙ্গে কাজ করতে চাই।’
বাংলাদেশি অভিনেত্রী হয়েও জয়া দাপিয়ে বেড়াচ্ছেন টালিগঞ্জ। যেখানে রয়েছেন তারকা অভিনেত্রীরাও। জয়া তাদের কাছেও এখন যেন দৃষ্টান্ত। সৃজিত মুখোপাধ্যায়ে রাজকাহিনী ছবিতে অভিনয় করে আলোচনার সঙ্গে সমালোচনাও জুটেছে জয়ার ভাগ্যে। যেই দৃশ্যের জন্য এই আলোচিত এই অভিনেত্রী সেই দৃশ্যের অভিনেতার নাম রুদ্রনীল। তার চোখে জয়া কেমন?