আউট পাস সুবিধায় দেশে ফিরতে দূতাবাসে ইউএই প্রবাসী শ্রমিকদের ভিড়
দীর্ঘ ৬ বছর পর আউট পাস চালু এবং ভিসা বৈধের সুবিধা দিয়েছে আরব আমিরাত সরকার। সাধারণ ক্ষমা ঘোষণা করায় প্রবাসী বাংলাদেশিরা জরিমানা ছাড়াই ৬ মাসের অস্থায়ী ভিসা পাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছে। ফলে বাংলাদেশিরা দুবাই কনস্যুলেটে আউট পাস নিতে ভিড় করছেন। এতে হিমশিম খেতে হলেও কনস্যুলেটের কর্মকর্তারা সেবা দিতে আপ্রাণ চেষ্টা করছেন।
আরব আমিরাত সরকার পহেলা আগষ্ট থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করায় বাংলাদেশিরা দুবাই কনস্যুলেটে আউট পাস নিতে ভিড় করছেন। গত ১০ দিনে প্রায় ৪ হাজার বাংলাদেশি পাস ও ভিসার জন্য আসেন। এতে হিমশিম খেতে হচ্ছে কনস্যুলেটের কর্মকর্তাদের। তবে সেবা দিতে আপ্রাণ চেষ্টা করছেন বলে জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ কনসাল জেনারেল এস বদিরুজ্জামান বলেন, 'আমার সহকর্মী যারা আছেন প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করছেন। আশাকরি আমরা কাভার করতে পারবো তবে প্রচুর কষ্ট করতে হবে। এবং কষ্ট আমরা করছি।'
এদিকে, আউট পাস নিতে আসা শ্রমিকদের অভিযোগ, প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘসময় অপেক্ষা করেও সিরিয়াল পাচ্ছেন না। পাশাপাশি দূতাবাসের কোন রুমে গিয়ে কোন কাজটা করতে হবে, দিক নির্দেশনা পাওয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন।
প্রবাসী শ্রমিকরা বলেন, 'তারা বলছে এটা লাগবে সেটা লাগবে। অনেক ঘুরতে হচ্ছে। কিন্তু আমরা কি করবো। এখানে কিভাবে কি করতে হবে অনেকেই তা জানে না।'
সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৮ লক্ষাধিক বাংলাদেশীদের মধ্যে যারা অবৈধভাবে রয়েছেন তারা সাধারণ ক্ষমায় ৩ মাসসহ ৬ মাসের অস্থায়ী ভিসা পাবেন। পাশাপাশি এই সময়ের মধ্যে ভিসা করতে হবে। নতুবা এই ৬ মাসের ভিসার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে।