যাত্রী না থাকায় মঙ্গলবারের দু’টি হজ ফ্লাইট বাতিল
যাত্রী না থাকায় আগামীকাল মঙ্গলবারের (১৪ আগস্ট) দু'টি হজ ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। সোমবার (১৩ আগস্ট) সকালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এজেন্সিগুলোর গাফিলতির কারণেই এবারে বেশ কয়েকটি হজ ফ্লাইট বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। তবে, হাব বলছে, কোনো অব্যবস্থাপনা নয় বরং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ফ্লাইট বরাদ্দ আর দুটি এয়ার লাইসেন্সের মধ্যে প্রতিযোগিতার কারণেই ফ্লাইট বাতিল হচ্ছে।
তবে এখনো যে সংখ্যক যাত্রী বাকি আছে, তাতে ফ্লাইট সংকটের কোনো শঙ্কা নেই বলেই মনে করে হাব। এ পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ১২০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
আজ সোমবার (১৩ অাগস্ট) বাংলাদেশ বিমানের ৫ টি ও সৌদি এয়ার লাইন্সের ৪ টি মোট ৯ টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবার কথা রয়েছে। এদিকে, নির্ধারিত সময়ে ভিসার জন্য ৬০৬ জন হজযাত্রী আবেদন করেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।