বর্তমান সরকার গরিব-দুঃখী মানুষের সরকার প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি
লোকমান হোসেন পনির, কালীগঞ্জ (গাজীপুর)
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বর্তমান সরকার দরিদ্র ও দুঃখী মানুষের কথা ভেবে তাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তাদের মুখে হাসি ফোঁটাতে জননেত্রী শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করছেন। তাই অসহায় ও হতদরিদ্র মানুষের দুঃখে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সরকার।
সরকার মানুষকে ভালোবাসেন বলে বিভিন্ন ভাতার মাধ্যমে অনুদান প্রদান ও তিনবেলা খাওয়ার জন্য চাল বিতরণ করছেন। বর্তমান সরকার গরিব-দুঃখী মানুষের সরকার। কয়েকদিন পর আর দেশে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না।
বর্তমান সরকারের উন্নয়নের অগ্রগতির ফলে দেশে দারিদ্রের হার কমে যাচ্ছে। নারীদের আত্মনির্ভরশীল কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কারিগরী শিক্ষার ব্যবস্থা করেছে সরকার। যেই সব নারী প্রশিক্ষণ নিতে আসবে তাদের প্রশিক্ষণ ভাতা ও যাতায়াত ভাতা সরকার প্রদান করে আসছে। দরিদ্রদের কোনো দল নেই। তাদের একমাত্র দল যে সরকার তাদের সহযোগিতা করছে সেই সরকারের পাশে থাকা।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে তুমুলিয়া ইউনিয়ন পরিষদের পাশে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের মাঠে তুমুলিয়া ইউনিয়নের হতদরিদ্রদের ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় পবিত্র ঈদুল আযহার উপলক্ষ্যে বন্যাক্রান্ত অন্যান্য দুর্যোগাক্রান্ত, দুঃস্থ-অতি দরিদ্র ব্যক্তি পরিবারকে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান,
কালীগঞ্জ থানার অফিসার ইনচাজ (ওসি) মো. আবু বকর মিয়া, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর বাক্কু, তুমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সালাউদ্দিন তুমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শরীফ হোসেন, সাধারন সম্পাদক মো. রাসেল প্রমুখ।
কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নে ১৪ হাজার ৮শত ৩৭ জন হতদরিদ্রদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এছাড়া কালীগঞ্জ পৌরসভার প্রায় ৩ হাজার নারী-পরুষের মধ্যে ২০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয় বলে উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান।